Faheema > Faheema's Quotes

Showing 1-7 of 7
sort by

  • #1
    Syed Mujtaba Ali
    “ভেবে-চিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঁড় পাঠক বই কেনে প্রথমে দাঁত-মুখ খিঁচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে ক্ষ্যাপার মত, এবং চুর হয়ে থাকে মধ্যিখানে। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না।”
    Syed Mujtaba Ali

  • #2
    Syed Mujtaba Ali
    “পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য-উপন্যাসের এক-চোখা দৈত্যের মতো ঘোঁৎ ঘোঁৎ করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই।
    চোখ বাড়াবার পন্থাটা কী? প্রথমত : বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি।”
    Syed Mujtaba Ali

  • #3
    Syed Mujtaba Ali
    “যে ব্যামোর দেখবেন সাতান্ন রকমের ওষুধ, বুঝে নেবেন, সে ব্যামো ওষুধে সারে না।”
    Syed Mujtaba Ali, চাচা কাহিনী

  • #4
    Syed Mujtaba Ali
    “কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি।”
    Syed Mujtaba Ali

  • #5
    Syed Mujtaba Ali
    “আমার চাকরের নাম কাট্টু, কেননা সে পকেট কাটে, মাছের মাথা কাটে, আর প্রয়োজন হলে মনিবের মাথা কাটে।”
    Syed Mujtaba Ali

  • #6
    Syed Mujtaba Ali
    “মানুষের ভক্তি যতই গভীর হোক, সেটা অতল নয়-গভীরতম মহা-সমুদ্রেরও তল আছে।”
    Syed Mujtaba Ali, হিটলার

  • #7
    Syed Mujtaba Ali
    “কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক,বাজে তর্কে খুব মজবুত ।”
    Syed Mujtaba Ali, দেশে বিদেশে
    tags: humor



Rss