Kollol Dey > Kollol's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Bhaskar Chakraborty
    “প্রতি সন্ধ্যায়
    কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
    ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে
    নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
    হৈ-হল্লা- তারপর হঠাৎ
    সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন
    হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ
    আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
    মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে
    মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি
    মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা
    আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই
    বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
    আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল
    কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব”
    Bhaskar Chakraborty, ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা



Rss
All Quotes



Tags From Kollol’s Quotes