ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes

Rate this book
Clear rating
ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা by Bhaskar Chakraborty
82 ratings, 4.22 average rating, 12 reviews
ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes Showing 1-2 of 2
“এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-দণ্ড বসতে ইচ্ছে করে ।
আমার তৃতীয় চোখ হারিয়ে গিয়েছে ।
সিঁড়ি দিয়ে যে উঠে আসছে আজ আমি তার মুখও দেখিনি ।
তোমাকে দু:খিত করা আমার জীবনধর্ম নয়
চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, নাহলে তো, আরেকটু থাকতাম ।”
Bhaskar Chakraborty, ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“প্রতি সন্ধ্যায়
কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা- তারপর হঠাৎ
সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন
হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ
আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে
মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি
মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা
আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল
কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব”
Bhaskar Chakraborty, ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা