বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই-আড্ডা
>
হ্যারি পটার - কে কোন হাউসে?
date
newest »
newest »
Auyon wrote: "পটারমোর ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে সর্টিং হ্যাট আমাকে র্যাভেনক্ল হাউসের জন্য নির্বাচিত করলো। (বুঝলাম না, আমি কি বেশী জ্ঞানী?) আমার ইচ্ছে ছিলো গ্রিফিনডোরে যাওয়ার (ইয়ে-- মানে, হাসি না প্লীজ)।..."
আমি গ্রিফিনডোর!!!
এই হাউস ছাড়া কেউ কি অন্য কোন হাউসে যেতে চাইবে? ;)
তবে আমার র্যাভেনক্ল তেও আপত্তি নেই। :)
আমি গ্রিফিনডোর!!!
এই হাউস ছাড়া কেউ কি অন্য কোন হাউসে যেতে চাইবে? ;)
তবে আমার র্যাভেনক্ল তেও আপত্তি নেই। :)
Bookish wrote: আমি গ্রিফিনডোর!!!এই হাউস ছাড়া কেউ কি অন্য কোন হাউসে যেতে চাইবে? ;)
আপু, অনেক আগে "মাগলনেট" আর "লিকি কলড্রন" নামে দুটো হ্যারি পটার ফ্যান পেজের সদস্য ছিলাম। দুটোতেই এ ধরনের জরীপ ছিলো, এবং আমি খুবই অবাক হয়ে গেছিলাম ওখানে অন্যান্য হাউসের পার্টিসিপেশন দেখে। যতদূর মনে পড়ে হাফেলপাফ সবচেয়ে কম ছিল। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশী ছিল গ্রিফিনডোর, কিন্তু সেকেন্ড পজিশোনে কে ছিল জানেন? স্লিদেরিন!! এবং গ্রিফিনডোরের চেয়ে যে খুব একটা পিছিয়ে ছিল তা কিন্তু নয়! সম্ভবত কোন কোন দিন স্লিদেরিনই টপ পজিশনে থাকতো।
Auyon wrote: "Bookish wrote: আমি গ্রিফিনডোর!!!
এই হাউস ছাড়া কেউ কি অন্য কোন হাউসে যেতে চাইবে? ;)
আপু, অনেক আগে "মাগলনেট" আর "লিকি কলড্রন" নামে দুটো হ্যারি পটার ফ্যান পেজের সদস্য ছিলাম। দুটোতেই এ ধরনের জরীপ ছ..."
আমাদের মাঝে অনেকেরই যে anti-hero হবার ফ্যান্টাসি কাজ করে সেটার প্রুভ আরকি! :p
তবে স্লিদেরিন এর ইমেজ Severus Snape এর জন্য সিরিজের শেষ বইতে অনেক improved হয়েছিল। আমি নিজেও কল্পনা করিনি Snape এর জন্য আমার একসময় চোখের পানি ফেলতে হবে!
এই হাউস ছাড়া কেউ কি অন্য কোন হাউসে যেতে চাইবে? ;)
আপু, অনেক আগে "মাগলনেট" আর "লিকি কলড্রন" নামে দুটো হ্যারি পটার ফ্যান পেজের সদস্য ছিলাম। দুটোতেই এ ধরনের জরীপ ছ..."
আমাদের মাঝে অনেকেরই যে anti-hero হবার ফ্যান্টাসি কাজ করে সেটার প্রুভ আরকি! :p
তবে স্লিদেরিন এর ইমেজ Severus Snape এর জন্য সিরিজের শেষ বইতে অনেক improved হয়েছিল। আমি নিজেও কল্পনা করিনি Snape এর জন্য আমার একসময় চোখের পানি ফেলতে হবে!
Auyon wrote: "পটারমোর ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে সর্টিং হ্যাট আমাকে র্যাভেনক্ল হাউসের জন্য নির্বাচিত করলো। (বুঝলাম না, আমি কি বেশী জ্ঞানী?) আমার ইচ্ছে ছিলো গ্রিফিনডোরে যাওয়ার (ইয়ে-- মানে, হাসি না প্লীজ)।
তো, ভাবছি এবার গ্রুপের সদস্যদের মধ্যে কোন হাউস বেশী জনপ্রিয় তার একটা সমীক্ষা চালালে কেমন হয়? "
Auyon ভাই, কোন হাউসে কত মানুষ যেতে চায় এর একটা গণনা আপনার ১ম পোস্ট অর্থাৎ এই টপিকের অরিজিনাল পোস্টে এড করে দিতে পারেন এভাবে।
গ্রিফিনডোর - ০২
র্যাভেনক্ল - ০
হাফেলপাফ - ০
স্লিদেরিন - ০২
তো, ভাবছি এবার গ্রুপের সদস্যদের মধ্যে কোন হাউস বেশী জনপ্রিয় তার একটা সমীক্ষা চালালে কেমন হয়? "
Auyon ভাই, কোন হাউসে কত মানুষ যেতে চায় এর একটা গণনা আপনার ১ম পোস্ট অর্থাৎ এই টপিকের অরিজিনাল পোস্টে এড করে দিতে পারেন এভাবে।
গ্রিফিনডোর - ০২
র্যাভেনক্ল - ০
হাফেলপাফ - ০
স্লিদেরিন - ০২
Bookish wrote: "Auyon wrote: "পটারমোর ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে সর্টিং হ্যাট আমাকে র্যাভেনক্ল হাউসের জন্য নির্বাচিত করলো। (বুঝলাম না, আমি কি বেশী জ্ঞানী?) আমার ইচ্ছে ছিলো গ্রিফিনডোরে যাওয়ার (ইয়ে-- মানে, হ..."ভালো পরামর্শ। শুরু করে দিলাম।
Sinistre wrote: "ধুরো আমারে তো গ্রিফিন্ডরে পাঠায় দিল"এক কাজ করেন - অন্য ই-মেইল অ্যাড্রেস দিয়ে আবার চেষ্টা করেন। একটা জিনিস মাথায় রেখেন - সর্টিং হ্যাটের সেই গানটা মনে আছে তো? -
By Gryffindor, the bravest were
Prized far beyond the rest;
For Ravenclaw, the cleverest
Would always be the best;
For Hufflepuff, hard workers were
Most worthy of admission;
And power-hungry Slytherin
Loved those of great ambition
আরো ডিটেইল বর্ণনা আছে প্রথম বইয়ের গানে। আমার ধারণা যদি হাউসের ক্যারেক্টার মাথায় রেখে প্রশ্নগুলোর উত্তর দেন, তাহলে হয়তো পছন্দের হাউস পেয়ে যেতেও পারেন!!
আবার বলা যায় না, রাওলিং এর মত সব দিক চিন্তা করে লেখা লেখিকা কি এ কথাটা ভাবেন নি?
However, it may be worth a try ;)
এইরকম চিন্তা করেই সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম।মানে নিজেকে ভল্ডেমরট চিন্তা করে তারপর প্রশ্নগুলার উত্তর দিলাম।ভাবলাম স্লিদারিনে যাওয়া কে ঠেকায়।তারপর আর কি, পাঠায় দিল গ্রিফিন্ডরে।যাহোক আমার এমনিতেও ওখানে আর যাবার ইচ্ছা নেই।বাকি সবার বিভিন্ন হাউসে সর্টিং হওয়া দেখে আমিও ওখানে সাইন আপ করলাম
হাফেলপাফ রা তো গুড পিপল, লয়াল এন্ড পিস লাভারস। দি গবলেট অব ফায়ার এ কুইডিচ গেম এ তো হ্যারি কে টেক্কা দেয়ার মত প্লেয়ার হাফেলপাফ থেকেই এসেছিলো। বেচারার ডেথ এ অনেক খারাপ লেগেছিলো।
পটারমোরে আমি গ্রিফিন্ডরে আছি। এইটাই চেয়েছিলাম :) প্রশ্নগুলোর উত্তর বুদ্ধি করে গ্রিফিন্ডরিয়ানদের মতো দিয়েছিলাম!
ফলাফল- সর্টিং হ্যাট এর লেটার টা যখন খুলল আমি তখন খুশিতে একটা রাম চিল্লানি দিসিলাম! :D
my pottermore id- dustfeather27237
আমি প্রথমবার হাফলপাফ, দ্বিতীয়বার র্যাভেন ক্ল, সর্বশেষবার হাফলপাফ পেয়েছি। কিন্তু আমি গ্রিফিনডোর এক্সপেক্ট করতাম সবসময় :(















তো, ভাবছি এবার গ্রুপের সদস্যদের মধ্যে কোন হাউস বেশী জনপ্রিয় তার একটা সমীক্ষা চালালে কেমন হয়?
সুযোগ পেলে আপনারা যে হাউসে সর্টেড হতে চান, মন্তব্যে সে হাউসের নাম দিন।
আমি শুরু করছি - গ্রিফিনডোর।
এখন পর্যন্ত পাওয়া মন্তব্য অনুযায়ী সমীক্ষার ফলাফল:(মন্তব্য ২০ পর্যন্ত)
গ্রিফিনডোর - ০৪
র্যাভেনক্ল - ০১
হাফেলপাফ - ০০
স্লিদেরিন - ০৪