বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না। যেমন: ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, স্তব্ধ মধ্যাহ্ন ইত্যাদি। কিন্তু সমাসবদ্ধ পদ যদি অন্য বিশেষ্য বা ক্রিয়াপদের গুণ বর্ণনা করে, তা হলে সেই যুক্তপদ একসাথে লিখতে হবে। যেমন: কতদূর যাবে, তিনহাজার টাকা, বেশিরভাগ ছেলে, একজন অতিথি ইত্যাদি। তবে উপর্যুক্ত নিয়মের বাইরেও, কিছু ক্ষেত্রে সংখ্যাবাচক পদ একসঙ্গে লেখা যাবে। যেমন: দুজনা। সূত্র: বানান-রহস্য
যেমন: ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, স্তব্ধ মধ্যাহ্ন ইত্যাদি।
কিন্তু সমাসবদ্ধ পদ যদি অন্য বিশেষ্য বা ক্রিয়াপদের গুণ বর্ণনা করে, তা হলে সেই যুক্তপদ একসাথে লিখতে হবে।
যেমন: কতদূর যাবে, তিনহাজার টাকা, বেশিরভাগ ছেলে, একজন অতিথি ইত্যাদি।
তবে উপর্যুক্ত নিয়মের বাইরেও, কিছু ক্ষেত্রে সংখ্যাবাচক পদ একসঙ্গে লেখা যাবে। যেমন: দুজনা।
সূত্র: বানান-রহস্য