বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

67 views
বই-আড্ডা > ২০২৫ সালের একুশে বইমেলায় বই কেনার রেকোমান্ডেশন/বই লিস্ট

Comments Showing 1-17 of 17 (17 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Turna (new)

Turna Dass | 26 comments সবাইকে গ্রুপে স্বাগত জানাই।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাস তো চলে এলো!!!!
অমর একুশে বইমেলায় এবার কি কি বই কিনবেন বা কাউকে রেকোমান্ড করবেন???
ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন।

তাহলে, শুরু করা যাক!


message 2: by Turna (new)

Turna Dass | 26 comments আমি এখন পর্যন্ত বইমেলায় যাইনি। তাই আমি কেনার জন্য বইয়ের তালিকা তৈরি করছি। এবার বেশ কিছু বই কেনার চেষ্টা করব, বিভিন্ন জনরার সংমিশ্রণকে প্রাধান্য দেব ( এই সময়টা ছাড়া সেভাবে বইই কেনা হয়না)
আমার বইয়ের লিস্টঃ-
১। শঙ্খনীল কারাগার- হুমায়ূন আহমেদ
২। নন্দিত নরকে- হুমায়ূন আহমেদ
৩। অপরাজিত- বিভূতিভূষণ বন্দোপাদ্যায়
৪। মার্ডার অ্যাট দ্য ওরিয়েন্টেড এক্সপ্রেস- আগাথা ক্রিস্টি
৫। অ্যান্ড দেয়ার অয়েয়ার নান- আগাথা ক্রিস্টি
৬। তিতাস একটি নদীর নাম- অদ্বৈত মল্লবর্মণ
৭। বিফর দ্য কফি গেটস কোল্ড - তোশিকাজু কাওয়াগুচি
৮। থ্রি ডেস অফ হ্যাপিনেস- সুগারু মিয়াকি
~~~ আমাকে কেউ থ্রিলার/সাইকোলজিকাল/সায়েন্স ফিকশন/ডিস্টপিয়ান/ডিটেক্টিভ/জাপানিজ সাহিত্য জনরার ভালো বই সাজেস্ট করবেন, প্লিজ...
( মোহাম্মদ নাজিম উদ্দিন বাদে আর কিশোর উপযোগী)


message 3: by Subrata (new)

Subrata Das (subrata4119) | 7 comments আমার উইশ লিস্ট খুব ছোট
১. দ্য ভিঞ্চি ক্লাব- নাজিম উদ্দীন
২. উন্মাদ আশ্রম - ওবায়েদ হক
৩. বিশ্ব সাহিত্য ভাষণ ১ (জালালুদ্দিন রুমী) - মহিউদ্দিন মোহাম্মদ


message 4: by Subrata (new)

Subrata Das (subrata4119) | 7 comments কিয়োগো হিগোশিনোর কাগা সিরিজ ও ডিটেকটিভ গ্যালিলিও সিরিজ পড়তে পারেন।


message 5: by Nadia (new)

Nadia | 1 comments ১. কথা বলো যয়তুন বৃক্ষ
২. পশ্চিমের শেষ সূর্য
৩. যে পাখি দেয় ধরা
৪. অদৈত্ব
৫. কৃষ্ণ কায়া
৬. মাগুর মাছের ঝোল
৭. উন্মাদ আশ্রম
৮. ইস্কুল খুইলাছে
৯. কলেজ খুইলাছে
১০. অসচরাচর ২
১১. প্রতিবাস্তব ৩
১২. ৩.৫৩


message 6: by Mustahid (new)

Mustahid Salman (mustahids1) | 61 comments সেবা থেকে এবার কী কী অনুবাদ বের হয়েছে কেউ জানেন?


message 8: by Ahmed (new)

Ahmed Aziz (ahmedtariqaziz) | 5 comments হ্যাগার্ডের লিসবেথ, অনুবাদ গল্প সংকলন মৃত্যুনগরী, অষ্টআখ্যান বের হয়েছে সেবা থেকে


message 9: by Turna (new)

Turna Dass | 26 comments Subrata wrote: "কিয়োগো হিগোশিনোর কাগা সিরিজ ও ডিটেকটিভ গ্যালিলিও সিরিজ পড়তে পারেন।"

ধন্যবাদ আপনাকে।


message 10: by Mustahid (new)

Mustahid Salman (mustahids1) | 61 comments রেমার্কের আর কোনো অনুবাদ করেনা সেবা।


message 11: by Mustahid (new)

Mustahid Salman (mustahids1) | 61 comments থ্রিলার অনুবাদ, হুমায়ূন আহমেদ ছাড়া এবারের বই মেলায় কে কোন বই কিনলেন বা কিনবেন ঠিক করেছেন?

আমি একটা লিস্ট করেছি-

আর্চ অব ট্রায়াম্ফ - রেমার্ক, ইসমাইল আরমান

আমিই রাষ্ট্র - আলী রিয়াজ

শোধ - শিবব্রত বর্মণ

লাল জুলাই : চব্বিশের গণ অভ্যুত্থানে পথ পরিক্রমা - আলতাফ পারভেজ

ছাব্বিশ দিন : দস্তয়েফস্কির জুয়াড়ি লেখার আখ্যান- পেরুমপদভম শ্রীধরণ - অনুবাদ জাভেদ হুসেন

প্রিজনার্স অব জিয়োগ্রাফি - টিম মার্শাল - হাসান মাহবুব

দি এনাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স - মোহাম্মদ মিরাজ মিয়া

দি কসমিক প্লে অব কন্টেম্পরারি গ্লোবাল পলিটিক্স - মোহাম্মদ মিরাজ মিয়া


দীর্ঘশ্বাসেরা হাওড়ের জলে ভাসে - মাসউদুল হক

পূবের পূর্বপুরুষেরা - মাসউদুল হক

মার্কেস : সঙ্গে নিঃসঙ্গে - ইমতিয়ার শামীম


message 12: by Mitul Rahman (new)

Mitul Rahman Ontor (ontor) | 3 comments (জ্ঞানকোষ) - ট্রেন টু ঢাকা

(অন্যধারা) - তাহার বাড়ি অন্য কোথাও

(চিরকুট)- দ্য চেস্টনাট ম্যান,
গন ফর গুড

(বাতিঘর)- দ্য ভিঞ্চি ক্লাব

(প্রথমা) - শোধ

(ভূমিপ্রকাশ) - তরফদার

(বাতিঘর)- সুরাইয়া
কী একটা অবস্থা

(সতীর্থ)- সুবর্ণ রাধিকা

(কথাপ্রকাশ) - জলজ লকার

(গ্রন্থরাজ্য)- ইনসেন্টিয়া, ইশকুল খাইলাছে, কলেজ খুইলাছে

(অবসর)- দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া

এই বইগুলো এখন পর্যন্ত প্ল্যানের আছে। আগামীকাল যাব ইনশাআল্লাহ মেলায়। কারো কোনো রিভিউ বা সাজেশন থাকলে জানাতে পারেন।


message 13: by Mitul Rahman (new)

Mitul Rahman Ontor (ontor) | 3 comments আর তাছাড়া নয়পৌরে, হরিলুট, জুলাইয়ের গল্প - এগুলো ইতিমধ্যে কেনা হয়েছে মেলায় ঢু মারতে গিয়ে। তবে এখনো পড়া হয় নি। (জীবনে পরীক্ষা চলে)


message 14: by Turna (new)

Turna Dass | 26 comments আমি শেষমেশ বই কিনতে গিয়েছিলাম বইমেলায়......
এই এক সমস্যা জেলা শহরে থাকার,ঠিকমতো বই পাওয়া দুস্কর! তাও কিছু বই কষ্টেসৃষ্টে কিনতে পেরেছি।
এই হচ্ছে লিস্টঃ-
১।নন্দিত নরকে-হুমায়ুন আহমেদ
২।শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩।অপরাজিত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪।তিতাস একটি নদীর নাম-অদ্বৈত মল্লবর্মণ
৫।নেমেসিস-মোহাম্মদ নাজিম উদ্দিন
এর মধ্যে আমি 'নেমেসিস' পড়া শুরু করেছি।প্রথমবার থ্রিলার পড়ছি,অভিজ্ঞতা মন্দ নয়।

এরপর যা যা বই বাদ আছে ~~~~দাও রকমারিতে অর্ডার!!!!!


message 15: by Turna (new)

Turna Dass | 26 comments আগাথা ক্রিস্টি এর কিছু ডিটেকটিভ বই, শিবব্রত বর্মণের 'শোধ',এবং মোহাম্মদ নাজিম উদ্দিন এর 'দরিয়া-ই-নুর' কেনার ইচ্ছা.........


message 16: by Muhammad Nasim (new)

Muhammad Nasim (nasimmarine) | 5 comments এইবার বোধহয় আর বই মেলায় যাওয়া হবে না :(


message 17: by Turna (new)

Turna Dass | 26 comments কেউ টেনশন করবেন না......এবার আরও টাকাপয়সা জমান,বই লিস্টি করুন...নিজেদের দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে ফাঁকে...বইপ্রেমিরা হতাশ হবেন না...

আসছে বছর আবার হবে,
বইমেলা আবার হবে,
বইকেনা?আবার হবে!

আবার আমরা ২০২৫ সাল পেরিয়ে ২০২৬ সালে হাজির হব,তখনও সবাইকে অ্যাক্টিভ থাকার অনুরোধ করছি......

সবাইকে অসংখ্য ধন্যবাদ!
(২০২৫ সালের একুশে বইমেলায় বই কেনার রেকোমান্ডেশন/বই লিস্ট discussion ends...)


back to top

153408

বই লাভার'স পোলাপান (Boi lover's polapan)

unread topics | mark unread