বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

Muhammed Zafar Iqbal
This topic is about Muhammed Zafar Iqbal
26 views
বই-আড্ডা > Muhammed Zafar Iqbal's Books

Comments Showing 1-4 of 4 (4 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Bookish (new)

Bookish (moon513) | 347 comments Mod
কৈশোরে তিন গোয়েন্দার পর জাফর ইকবাল স্যারের বইগুলো আমার সবচেয়ে প্রিয় ছিলো। কি গোগ্রাসেই না গিলতাম ওনার লেখা বইগুলো। মেতসিস আমার পড়া সর্বপ্রথম বই। ক্লাস ফাইভ এ পড়ি তখন মনে হয়, জন্মদিনে উপহার পাওয়া। সায়েন্স-ফিকশন আগে কক্ষনোই পড়িনি, ওই বয়সে আমার জন্য একটু বেশি জটিল মনে হয়েছিলো তাই তেমন ভালো লাগেনি (এবং কোন এক অজানা কারণে বড় হয়েও যখন পড়েছি তখনো তেমন ভালো লাগেনি)। এরপর পড়া হয় টুকুনজিল এবং দীপু নাম্বার টু, এবং সারাজীবনের জন্য ওনার ভক্ত হয়ে যাই আমি। আমার কাছে এই দুইটি বই ওনার লেখা সবচেয়ে প্রিয় বই এবং এরপর ওনার যত বই পড়েছি তার সবকটি কতটুকু ভালো লাগলো সেটা এই ২টি বইয়ের মাপকাঠিতে বিচার করেছি। ওনার লেখা আরো কিছু বই আছে যা ঘুরে ফিরে যত পড়ি ভালো লাগার পরিমাণ কখনোই কমেনি। যেমন, Amar Bondhu Rashed (Rashed My Friend) HD (ওনার লেখা এই বইটি পড়ে সম্ভবত সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলাম), বকুলাপ্পু (সবসময় ভাবতাম উনি কেন মেয়ে চরিত্র প্রধান করে গল্প লেখেন না? এই গল্পটি সেই অভিমান ঘুচিয়েছিলো!), নিতু আর তার বন্ধুরা (এটাতে তো শুধু মেয়ে চরিত্র ছিলো এবং অসম্ভব সুন্দর একটা গল্প, পড়ে যে কতখানি খুশি হয়েছিলাম সেটা তো নিশ্চয়ই বলে দিতে হবেনা :P ), বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার (বইটি পড়তে গিয়ে হাসতে হাসতে চোয়ালে এবং পেটে ব্যাথা হয়ে গিয়েছিলো), বুবুনের বাবা, কাজলের দিনরাত্রি, আমি তপু ("আমার বন্ধু রাশেদ" বইটির পর এই বইটি পড়ে অনেক মন খারাপ হয়ে গিয়েছিলো), মেকু কাহিনী, ইত্যাদি। ওনার লেখা সায়েন্স-ফিকশন বইগুলো থেকে কিশোর উপন্যাস গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ব্যতিক্রম শুধু টুকুনজিল।

গত দুইদিনে ওনার লেখা কেপলার টুটুবি এবং রাতুলের দিন রাতুলের রাত পড়লাম। কেপলার টুটুবি এর গল্পে বেশ কিছু অসংলগ্নতা চোখে পড়লো যার কারনে গল্পটা সেভাবে ভালো লাগেনি। গল্পটা অনেক দ্রুত শেষ করে ফেলা হয়েছে মনে হয়েছে। "রাতুলের দিন রাতুলের রাত" নিয়ে লেখক বইয়ের শুরুতে লিখেছেন উনি এটা কলেজ-বিশ্ববিদ্যালয় এর ছেলেমেয়েদের জন্য লিখেছেন যদিও ওনার ধারনা বড়রা বলবে এটা বাচ্চাকাচ্চা দের বই এবং বাচ্চাকাচ্চারা বলবে এটা কিছুতেই ওদের জন্য লেখা বইনা। আমার মতে লেখকের ধারনা সত্যি। বইটি অনেকটা ছোটদের অ্যাডভেঞ্চার ধাঁচের কাহিনী নিয়ে লেখা এবং বড়দের এলিমেন্ট বলতে দুই বন্ধুর মধ্যে ভালোবাসার কথা। শুধুমাত্র ভালোবাসার কাহিনী মিশিয়ে ফেললে আসলে বড়দের জন্য লেখা গল্প হয়ে যায় না, এটা আমার মতামত।

ওনার লেখা আরো অনেক বই আছে যা আমার এখনো পড়া হয়ে ওঠেনি। এমনও গল্পের বই আছে যা হয়তো আগে পড়েছি কিন্তু এত আগে পড়া যে এখন মনেও করতে পারিনা। ভালোই হলো, প্রিয় লেখকের বইগুলো আরো বেশ কিছুদিন পড়তে পারবো, পড়ে ফেললেই তো শেষ হয়ে গেল। ;)


message 2: by Farden (new)

Farden Khan | 2 comments উনার লেখা বই পড়েই আমার বই পড়াটা শুরু হয়েছিল বলা যায়! আমার পড়া প্রথম বই হল তার সায়েন্স ফিকশন গল্প সংকলন অক্টোপাসের চোখ তাও ক্লাস থ্রি তে পড়ি! এরপর তার যত বই পেয়েছি পড়েছি! টুকুনজিল আমার অন্যতম প্রিয় বই!!! এছাড়া তার সায়েন্স ফিকশন যেগুলো আগের দিকে লেখা সেগুলো ও অসাধারণ লাগত! কিন্তু বর্তমানে তিনি যে এনিম্যান ও সেরিনা লিখেছেন তা তেমন ভাল লাগে নি :(


message 3: by Sristi (new)

Sristi (moon25) | 15 comments jafar iqbal sir is d best writer in my opinion....


message 4: by Salman (new)

Salman Titas (smtitas) | 10 comments Md. Jafar Iqbal is easily legendary. My journey into Bangla Literature began with his books.


back to top