উৎপলকুমার বসু > Quotes > Quote > Shadin liked it

“পরিবেশন’ শব্দটি বিনয়ের মনঃপুত হতো না কোনোভাবেই, তার কারণ পরিবেশন মানে পারফরমেন্স, নাটুকেপনা, অপরের মন জুগিয়ে উপস্থাপন। বিনয় আমার দীর্ঘদিনের বন্ধু। শুরু সেই চল্লিশ-পঞ্চাশ বছর আগে। আমরা ছিলাম সহচর। কলেজ স্ট্রীট পাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত ছিল আমাদের যৌবনের উপবন। কখনও, খুব তাড়িত অবস্থাতেও বিনয়কে দেখিনি অন্যের বশ্যতা স্বীকার করতে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সামান্য একটুও মাথা নোয়াননি। কাউকে ভয় পাননি। পরবর্তী প্রজন্মের কবিদের এই বিশাল ব্যক্তিত্বের কাছে, আর কিছু না-হোক অন্তত এটুকু শিক্ষণীয় হতে পারে।”
উৎপলকুমার বসু

No comments have been added yet.