Tarapada Roy > Quotes > Quote > রিফাত সানজিদা liked it

Tarapada Roy
“মনে নেই,
আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,
এখন
আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়
এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে
এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস
শুধু পাতা উড়িয়ে উড়িয়ে
আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে;
এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ
হঠাত্‍ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,
'কি ব্যাপার এবার কোথাও যাবে না?'

এখন আর কোনোখানে যাওয়া নেই,
এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল
আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে ।
এখন তোমার জন্য দুঃখ হয়,
এখন আমার জন্য দুঃখ হয়,
আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয়”
Tarapada Roy

Comments Showing 1-8 of 8 (8 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Saiful (new)

Saiful Sourav আপনাকে আমার একটা প্রশ্ন ছিল মিস রিফাত সানজিদা।


রিফাত সানজিদা Saiful wrote: "আপনাকে আমার একটা প্রশ্ন ছিল মিস রিফাত সানজিদা।"

আমি মিসেস। কী প্রশ্ন, করে ফেলুন। :)


message 3: by Saiful (new)

Saiful Sourav ওকেই 😋 আপনার রিভ্যু লেখা দেখলাম, ভাল লাগলো বেশ কয়েকখানা ।
প্রশ্ন ১/ রিভ্যু ছাড়া আর কিছু লিখেন; লিখলে কি লিখেন?


message 4: by Arup (new)

Arup তিনি সচলায়তনে লেখেন। সে লেখা হাওয়ায় উড়ে আসা এক চিলতে হলুদ রোদের নিজের কথা যেন,গানের মত সেই মৃদু আলো যেন ঘিরে রাখে কিছু নিছক ওমে।
এই অবাঞ্ছিত কে মার্জনা করবেন,এই সংলাপে বেমক্কা নাসিকা প্রদর্শনের। রিফাত সানজিদা, আপনিই যে তিথীডোর সে আমি জানতাম না বহুদিন।একটি রাতে, সে এমনই দিন-পাহাড়-ঠিকানাহীন সময়, ফুটপাত বদল হওয়া মধ্যরাত যাকে বলে।আপনার সাথে দেখা হল,মায়াবিষণ্ণপুর। আপনার প্রায় সবগুলো লেখা পড়ে ফেলেছিলাম,হয়ত যেমন একজন বলে গেছেন,শুধুমাত্র তাই পবিত্র যা ব্যক্তিগত, সেইসব লেখায় কোথাও যেন আছে কোন ব্যক্তিমুখ বা নেই,আছে হয়ত স্মৃতিবিষাদ,স্মৃতিসৌরভও বলি হয়ত।এসব কিছুই বলে ফেললে কিছুই যাবে না বোঝা,দরকারও নেই। তবু কিছু কৃতজ্ঞ আকাশ। আপনাকে।
(সত্যিই ক্ষমাপ্রার্থী এই অনাহূতের মত এই সংলাপে প্রবেশের জন্য।মনে পড়ল অইসব দিনরাত্রি।জাস্ট ফেল্ট,আই কান্ট হেল্প ইট)


message 5: by Saiful (last edited Oct 29, 2017 11:07AM) (new)

Saiful Sourav Arup wrote: "তিনি সচলায়তনে লেখেন। সে লেখা হাওয়ায় উড়ে আসা এক চিলতে হলুদ রোদের নিজের কথা যেন,গানের মত সেই মৃদু আলো যেন ঘিরে রাখে কিছু নিছক ওমে।
এই অবাঞ্ছিত কে মার্জনা করবেন,এই সংলাপে বেমক্কা নাসিকা প্রদর্শনের। রি..."


ইউ হেল্পড এ লট মি. অরূপ। লেখকরা সাধারণত নিজেদের নিয়ে বলতে চান না। থ্যাংস :)


message 6: by Saiful (new)

Saiful Sourav রিফাত সানজিদা wrote: "Saiful wrote: "আপনাকে আমার একটা প্রশ্ন ছিল মিস রিফাত সানজিদা।"

আমি মিসেস। কী প্রশ্ন, করে ফেলুন। :)"


আই এপোলোজাইজ মিসেস সানজিদা, আরেকটু খোঁজ নেয়া উচিৎ ছিল। আমাদের এখানে একটা সমস্যা কি জানেন তো, অনলাইনে ভালো লিখলেও মূল্যায়ন খুব কম মানুষ করে আর প্রিন্টে বাজে লিখলেও মাথায় তুলে নাচে। ইউজার ম্যানুয়াল ইজ সো উইক অব আস, এলাস, এলাস!
Good night :)


message 7: by Arup (new)

Arup Saiful wrote: "Arup wrote: "তিনি সচলায়তনে লেখেন। সে লেখা হাওয়ায় উড়ে আসা এক চিলতে হলুদ রোদের নিজের কথা যেন,গানের মত সেই মৃদু আলো যেন ঘিরে রাখে কিছু নিছক ওমে।
এই অবাঞ্ছিত কে মার্জনা করবেন,এই সংলাপে বেমক্কা নাসিকা প..."<

গত দুই বছরে মাত্র দুইখান বলগ। ভারি আনফেয়ার। আমি মাঝে মাঝে সচলায়িত হইতে যায়া দেখি/খুঁজি।নাই নাই নাই।



রিফাত সানজিদা ইয়া মাবুদ!
'পালাইলাম, শ্রী যতীন'।


back to top