Anwar Pasha > Quotes > Quote > Ayesha liked it
“প্রেমে ও রণে কিছুই অন্যায় নয়।
একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয়, তবে যুদ্ধে সবি অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম।
কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না।
নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন। এবং বর্তমানের মূর্খরা ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে।”
― রাইফেল, রোটি, আওরাত
একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয়, তবে যুদ্ধে সবি অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম।
কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না।
নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন। এবং বর্তমানের মূর্খরা ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে।”
― রাইফেল, রোটি, আওরাত
No comments have been added yet.
