Status Updates From Abundance
Abundance by
Status Updates Showing 1-30 of 19,272
Nasrin
is 24% done
এক সাথে দুইটি বই পড়ছি বলে এই বইটি পড়ার গতি কম নাকি এত্তগুলা তথ্য গিলতে সময় লাগছে সেটি এখনো বুঝে উঠতে পারছি না।
এটাকে বই কম থিসিস বেশি বলা যায়। নন ফিকশন অনেকদিন পর পড়ছি সত্য, তাই বলে এরকম ইনফরমেশন ডাম্পিং* আশা করিনি।
শুরুর আগেই আমার বোঝা উচিত ছিল, দুই আমেরিকান নিজের দেশের লেন্সে দুনিয়া দেখবে আর বিশ্লেষণ করবে।
*ইনফরমেশন ডাম্পিং এর যুৎসই বাংলা কী হতে পারে?
— 3 hours, 26 min ago
Add a comment
এটাকে বই কম থিসিস বেশি বলা যায়। নন ফিকশন অনেকদিন পর পড়ছি সত্য, তাই বলে এরকম ইনফরমেশন ডাম্পিং* আশা করিনি।
শুরুর আগেই আমার বোঝা উচিত ছিল, দুই আমেরিকান নিজের দেশের লেন্সে দুনিয়া দেখবে আর বিশ্লেষণ করবে।
*ইনফরমেশন ডাম্পিং এর যুৎসই বাংলা কী হতে পারে?




















