আল হযরতের সুতো ধরে সাদ্দাদের গল্পে পৌঁছে যাওয়ার জায়গাটা দারুণ উপভোগ করলাম। তবে খাদ্যের বর্ণনায় আলমগীর তৈমুরের কলম অসংযত, বেতালেও এটা দেখেছিলাম। বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালানো আল হযরতের মা বিন ফকিহকে খেতে দিচ্ছেন প্রায় রাজভোগ - ভুনা করা ভেড়ার মাংস আর দুধসাদা খম্বুজ রুটি, উটের দুধের সাথে মধু মেশানো সাহন। কিন্তু এসব ত্রুটি মেনে নিয়েও এ পর্যন্ত বইটা তোফা।
— Sep 26, 2025 02:46AM
Add a comment