মিলির হাতে স্ট্যানগান গল্পটা শেষ করলাম। অনেকদিন পর কোন গল্প পড়ে মনে হলো, আমারও গল্প লেখা উচিত। লেখক গল্পের প্রথম দিকে সময় নিয়ে বেশ কারসাজি দেখিয়েছেন। মিলি আর রানার ভাইবোনের সম্পর্ক, রানার পরিবারের হঠাৎ ধনী হয়ে যাওয়া রানার উচিলায়, তার বাবার দূর্বলতা এসব এতবেশী পরিচিত মনে হয়। আখতারুজ্জামান ইলিয়াস মিলির দিক থেকে পুরো গল্পটা যেভাবে বলেছেন, মন ছুয়ে যায়।
— Nov 04, 2019 12:52AM
Add a comment