Sumaiya > Recent Status Updates

Showing 1-16 of 16
Sumaiya
Sumaiya is on page 148 of 220 of কাঠকয়লার ছবি
মূল চরিত্রের একজন যুদ্ধশিশু একই সাথে এইডস আক্রান্ত; আরেকজন খুনের আসামি কিন্তু ছবি আঁকে, লেখক, এবং অনেক মানুষকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ, চা-শ্রমিক, এইডস, খুন, যৌতুক, প্রেম এইসবকিছুই আছে চরিত্রদের দখলে এবং তারা মোটামুটি প্রত্যেকেই দার্শনিক। প্রায় সবাই পাকা পাকা ডায়লগ দেয়। এই উপন্যাসে চরিত্রগুলা বাড়ে না; আগেই নিজেদের নিয়তি নির্ধারিত হয়েছে যেনো।
Mar 07, 2021 02:46AM Add a comment
কাঠকয়লার ছবি

Follow Sumaiya's updates via RSS