Abid’s Reviews > Prisoners of Geography: Ten Maps That Tell You Everything You Need to Know About Global Politics > Status Update
Abid
is on page 80 of 256
আজকে পড়লাম 'চীন' নিয়ে। যা যা জানলাম-
১. চীন স্থলে যথেষ্ট নিরাপদ হলেও জলসীমা নিয়ে কিছুটা রিস্কে আছে। তাদের অর্থনীতি সচল রাখার জন্য নৌপথের উপর নির্ভরশীলতা অনেক বেশি। সেজন্য তারা চাচ্ছে সমগ্র South china sea এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। কিন্তু ভিয়েতনাম, জাপান, ফিলিপাইনের মতো দেশগুলা এক্ষেত্রে হুমকি হতে পারে। সো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানে পোর্ট নির্মাণের মাধ্যমে তারা বিকল্প তৈরী করে রাখতে চাচ্ছে।
— Apr 09, 2025 08:28AM
১. চীন স্থলে যথেষ্ট নিরাপদ হলেও জলসীমা নিয়ে কিছুটা রিস্কে আছে। তাদের অর্থনীতি সচল রাখার জন্য নৌপথের উপর নির্ভরশীলতা অনেক বেশি। সেজন্য তারা চাচ্ছে সমগ্র South china sea এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। কিন্তু ভিয়েতনাম, জাপান, ফিলিপাইনের মতো দেশগুলা এক্ষেত্রে হুমকি হতে পারে। সো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানে পোর্ট নির্মাণের মাধ্যমে তারা বিকল্প তৈরী করে রাখতে চাচ্ছে।
1 like · Like flag
Abid’s Previous Updates
Abid
is on page 45 of 256
বইয়ের শুরুটা হয়েছে রাশিয়ার জিওপলিটিক্স নিয়ে।যা যা জানলাম:
১. রাশিয়ার ইউক্রেনে হামলা করতেই হতো এবং তা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও। কেননা ইউক্রেন যেহেতু সমতল সো এরা যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সহজেই ইউক্রেনের ভূমি ব্যবহার করে রাশিয়ায় আঘাত হানা সম্ভব।
২. স্টালিন ক্ষমতায় থাকাকালীন সোভিয়েত ভুক্ত অন্য দেশগুলোতে রাশান সহ অন্যান্য এথনিক গোষ্ঠীর নাগরিকদের সেটল করেন, যাতে এরা কখনো বৃহত্তরভাবে জাতীয়তাবাদী হতে না পারে
— Mar 31, 2025 01:34AM
১. রাশিয়ার ইউক্রেনে হামলা করতেই হতো এবং তা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও। কেননা ইউক্রেন যেহেতু সমতল সো এরা যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সহজেই ইউক্রেনের ভূমি ব্যবহার করে রাশিয়ায় আঘাত হানা সম্ভব।
২. স্টালিন ক্ষমতায় থাকাকালীন সোভিয়েত ভুক্ত অন্য দেশগুলোতে রাশান সহ অন্যান্য এথনিক গোষ্ঠীর নাগরিকদের সেটল করেন, যাতে এরা কখনো বৃহত্তরভাবে জাতীয়তাবাদী হতে না পারে
Comments Showing 1-1 of 1 (1 new)
date
newest »
newest »
message 1:
by
Abid
(new)
-
added it
Apr 09, 2025 08:33AM
২. তিব্বতে যদি চীনারা আধিপত্য না বজায় রাখে তাহলে ভারত নিঃসন্দেহে সেখানে প্রভাব বিস্তার করবে আর সেটা চীনের জন্য হিউজ রিস্ক। সো, তিব্বতে তাদের কর্তৃত্ত্ব প্রতিষ্ঠা করতেই হতো। তিব্বত, মারিচুয়ানা, জিনজিয়াং (মুসলিম অধ্যুষিত) এর মতো অঞ্চল গুলোতে তারা প্রচুর পরিমাণে হান সম্প্রদায়ের (মানে মেইন চীনা মানুষ) মানুষের বসতি স্থাপনের মাধ্যমে সেসব এলাকায় সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
reply
|
flag

