Mrinmoy’s Reviews > রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি > Status Update
Mrinmoy
is on page 117 of 432
সিরিজের প্রথম বইটা পড়ি প্রায় বছরতিনেক আগে। কোনো সিরিজের বই পড়া ধরলে সেই সিরিজ পুরোপুরি শেষ না করা অবধি শান্তি না লাগা আমারই কেন যেন এই সিরিজটা অসম্পূর্ণ রয়ে গেছিল। মনে আছে, টানা দু'রাতে পড়ে শেষ করেছিলাম রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি। সে এক অসাধারণ অভিজ্ঞতা! অনেকের অভিযোগ শুনেছি প্রথমটা পড়ার পর দ্বিতীয়টা পড়তে নাকি একঘেয়ে লাগে। কিন্তু আমি তেমন কিছু অনুভব করছি না। বরং চমৎকারই লাগছে হঠাৎ করে এমন একখানা থ্রিলার পড়তে।
— May 11, 2025 06:45AM
1 like · Like flag

