Pranta Dastider’s Reviews > ছবির দেশে, কবিতার দেশে > Status Update
Like flag
Pranta’s Previous Updates
Pranta Dastider
is on page 165 of 332
মার্গারিটের পরিণতি সত্যিই মন খারাপ করার মতো। বোধহয় সুনীলের এই নিয়ে আমৃত্যু একটা বিষাদ ছিল, তাই সে এই বইয়ের মধ্যে পাঠকের মনেও সেই বিষাদ স্থায়ী করে গেছে। এই মোহময় জগত সংসারে কত মানুষ আমাদের জীবন থেকে আচমকা হারিয়ে যায়। তাদের মনে পড়ে, আবার পড়ে না। কিন্তু যারা সত্যিকার অর্থে মনে দাগ কাটে তারা মন থেকে হারায় না।
বইয়ের এই পর্যায়ে এসে মনে হচ্ছে বইটা শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল এখানেই। কিন্তু এখনো অর্ধেক বাকি! দেখি কি হয়!
— Jul 12, 2025 12:31AM
বইয়ের এই পর্যায়ে এসে মনে হচ্ছে বইটা শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল এখানেই। কিন্তু এখনো অর্ধেক বাকি! দেখি কি হয়!
Pranta Dastider
is on page 105 of 332
ইতিহাসের ভিড়ে হারিয়ে যেতে যেতে বিষণ্ণতার স্বাদ নিচ্ছি। এ ভীষণ ক্লান্তিকর আবার এই সঙ্গে জরুরি বলেও মনে হয়। যেন দীর্ঘদিন যেতে চাওয়া কোনো পথে অবশেষে পৌঁছে ঘুরে বেড়াতে পারার মতো শান্তি আছে এতে। ক্লান্তি যতই থাক, শান্তির এতে কিছুমাত্র বিঘ্ন ঘটে না। আমি দীর্ঘশ্বাস ফেলছি আর হাঁটছি বইয়ের পাতায়।
— Jul 10, 2025 11:43PM
Pranta Dastider
is on page 70 of 332
বইটা পড়তে পড়তে অদ্ভুত বিষণ্ণতায় পড়ে যাচ্ছি! সুনীল যা করেছিল, আমিও প্রায় তাই-ই করেছি। বিদেশ থেকে ফিরে চলেছে সাহিত্য চর্চা। তবে তাতে লাভ হয়নি। সুনীলের প্রতিটা সিদ্ধান্ত, বানীর সঙ্গে কোনও না কোনও আঙ্গিকে মিল খুঁজে পাই আমার চিন্তাভাবনার। কিন্তু, আমার একজন মার্গারিট ছিল না, সাহিত্য আলাপ জমানোর মতো একটা পরিমণ্ডল কখনও তৈরিই হয়নি বিদেশে। কেবল ছিল, বিষণ্ণতা, একাকীত্ব, দায়িত্ব আর হতাশা। কে জানে ওইসব দিনে কীভাবে বেঁচে ছিলাম!
— Jul 10, 2025 05:54AM
Pranta Dastider
is on page 44 of 332
এই পর্যন্ত ঘটনা মোটামুটি অনেকটাই লেখকের অর্ধেক জীবন বই থেকে পড়েছি আগেই। কিন্তু ভাল লেগেছে দ্বিতীয়বার পড়ে। লেখকের লেখনী বরাবরের মতোই চমৎকার।
— Feb 01, 2017 09:31AM

