Mrinmoy’s Reviews > হাউল'স মুভিং ক্যাসল > Status Update
Mrinmoy
is on page 80 of 267
বইটা পড়ছি অনেকদিন ধরে। দু লাইন, চার লাইন। দু পাতা, চার পাতা। কিন্তু টানা পড়া হচ্ছে না। এভাবেই শেষ করব হয়তো।
ফ্যান্টাসি বরাবরই পছন্দ। বিশেষ করে হাউলের উড়ন্ত ক্যাসলের গল্পের জন্য অনেকদিন থেকে অপেক্ষা করেছি, অনুবাদকের সেই প্রথম অনুবাদের ঘোষণার পর থেকে। কিন্তু প্রকাশের পরপই ট্রিলজি হাতে পেলেও পড়া হচ্ছে না নানা কারণে। অল্প অল্প করে পড়তেও দারুণ লাগছে। ঠিক যেন খুব প্রিয় চকলেটের মত। একবারে পড়ে ফেললেই তো শেষ হয়ে যাবে!
— Aug 09, 2025 07:16AM
ফ্যান্টাসি বরাবরই পছন্দ। বিশেষ করে হাউলের উড়ন্ত ক্যাসলের গল্পের জন্য অনেকদিন থেকে অপেক্ষা করেছি, অনুবাদকের সেই প্রথম অনুবাদের ঘোষণার পর থেকে। কিন্তু প্রকাশের পরপই ট্রিলজি হাতে পেলেও পড়া হচ্ছে না নানা কারণে। অল্প অল্প করে পড়তেও দারুণ লাগছে। ঠিক যেন খুব প্রিয় চকলেটের মত। একবারে পড়ে ফেললেই তো শেষ হয়ে যাবে!
1 like · Like flag

