MithunKS’s Reviews > কারাগারের রোজনামচা > Status Update
MithunKS
is on page 46 of 332
ঢাকা জেলের এক কয়েদি স্ত্রীকে চিঠিতে লিখছে..
'গ্রামে আমার কথা কেহই শুনতো না, আমাকে সকলে ঘৃণা করত, কিন্তু খোদার অশেষ মেহেরবানিতে জেলখানায় আমার এত প্রতিপত্তি হয়েছে যে, আমার কথামতো কতগুলি লোককে কাজ করতে হয়। বসতে বললে বসতে হয়, দাঁড়াতে বললে দাঁড়াতে হয়, কথা না শুনলে কোমরের বেল্ট খুলে খুব মার দেই। গ্রামের লোক আমাকে চোর বললে কি হবে, জেলে আমি একটি মাতুব্বার শ্রেণীর লোক। চুরি করলে আর জেলে না আসলে এ সম্মান আমাকে কেউই দিত না।'
— Oct 09, 2017 06:47PM
'গ্রামে আমার কথা কেহই শুনতো না, আমাকে সকলে ঘৃণা করত, কিন্তু খোদার অশেষ মেহেরবানিতে জেলখানায় আমার এত প্রতিপত্তি হয়েছে যে, আমার কথামতো কতগুলি লোককে কাজ করতে হয়। বসতে বললে বসতে হয়, দাঁড়াতে বললে দাঁড়াতে হয়, কথা না শুনলে কোমরের বেল্ট খুলে খুব মার দেই। গ্রামের লোক আমাকে চোর বললে কি হবে, জেলে আমি একটি মাতুব্বার শ্রেণীর লোক। চুরি করলে আর জেলে না আসলে এ সম্মান আমাকে কেউই দিত না।'
Like flag
MithunKS’s Previous Updates
MithunKS
is on page 168 of 332
সোহরাওয়ার্দী সাহেব যখন আওয়ামী লীগ শুরু করেন সেইসময় হতে এই ভদ্রলোক বহু খেলা দেখাইয়াছেন। মিস জিন্নাহর ইলেকশন ও অন্যান্য আন্দোলনকে তিনি আইয়ুব সরকারকে সমর্থন করার জন্য বানচাল করতে চেষ্টা করেছেন পিছন থেকে। তাঁকে বিশ্বাস করা পূর্ববাংলার জনগণের আর উচিত হবে না। এখন আর দেশের কথা ভাবেননা। 'আন্তর্জাতিক' হয়ে গেছেন। মাঝেমাঝে আইয়ুব-ইয়াহিয়ার কাছে টেলিগ্রাম পাঠান আর কাগজে বিবৃতি দেন। 'আফ্রো-এশীয় ও ল্যাটিন আমেরিকার জনগণের মজলুম নেতা।
— Nov 14, 2017 10:13PM
MithunKS
is on page 145 of 332
রাতে ঘুম ভেঙে গেল, দেখলাম আড়াইটা বাজে। আমি উঠে বসে পাইপ ধরালাম। আপন মনে পাইপ টানতে আরম্ভ করলাম। মশারির বাইরে বসার কি উপায় আছে! মশক শ্রেণী সাঁড়াশির মতো আক্রমণ করে। তবে একটা গুণ আছে এই জেলখানার মশক শ্রেণীর, শূল বসিয়ে রক্ত খেতে থাকে চুপচাপ। একদিনের জন্যও 'বুনু বুনু' শব্দ শুনি নাই। তারা ডাকাডাকিতে নাই, নীরবে কাজ সারতেই পছন্দ করে।
— Nov 14, 2017 01:07AM
MithunKS
is on page 144 of 332
"বাইরে গাছের নীচে বসলেই কাক মহারাজরা বদ কর্ম করে মাথা থেকে সমস্ত শরীর নষ্ট করে দেয়। জেলে কাকের উৎপাত একটু বেশি। কয়েকদিন পূর্বে একটা ধনুক বানাইয়াছি। ধনুকটাকে আমি 'বন্দুক' বলে থাকি। ইটের গুঁড়া দিয়ে কাক বাহিনীদের আমি আক্রমণ করলেই ওরা পালাতে থাকে। আবার ফিরে আসে। কিছু সময় কাক মেরেও কাটাইয়া থাকি।"
— Nov 11, 2017 10:14PM

