MithunKS’s Reviews > দৃষ্টিপাত > Status Update
MithunKS
is on page 64 of 135
১৭৪৪ সালে মাদ্রাজে আগত খ্যাতিহীন, বিত্তহীন রবার্ট ক্লাইভ ১৭৬০ সালের ৯মে যখন সেনানায়ক ক্লাইভরূপে প্রত্যাবর্তন করলেন ইংলণ্ডে, জাহাজ থেকে অবতরণ করলেন পোর্টসমাউথ বন্দরে, তখন ইংলণ্ডের অ্যানুয়েল রেজিস্টারে তাঁর সম্পর্কে মন্তব্য ছিল, "এই কর্ণেলের কাছে নগদ টাকা আছে প্রায় দুকোটি, তাঁর স্ত্রীর গহনার বাক্সে মণিমুক্তা আছে দুলাখ টাকার। ইংলণ্ড, স্কটল্যাণ্ড ও আয়র্ল্যাণ্ডে তাঁর চাইতে অধিকতর অর্থ নেই আর কারও কাছে।"
— Dec 19, 2017 09:37PM
Like flag

