MithunKS’s Reviews > অভাজনের মহাভারত > Status Update
Like flag
MithunKS’s Previous Updates
MithunKS
is 60% done
আইজ আমি বুঝতাছি আমার স্বামী-ভাই-পিতা-পুত্র কেউ নাই; তুমিও নাই কৃষ্ণ। আমার যদি কেউ থাকত তাইলে দুঃশাসন আমার চুলের মুঠা ধইরা রাজসভায় টানতে পারত না, কর্ণ আমারে বেশ্যা কইয়া গালি দিতে পারত না, রাজসভায় কেউ আমার কাপড় খুলতে পারত না। আমার কেউ থাকলে আমারে নগ্ন হইতে দেইখা যুধিষ্ঠির মুখ ঘুরাইতে পারত না, ভীমরে আটকাইতে পারত না অর্জুন। আমার নগ্ন শরীর দেখে দেবর শ্বশুর দাদাশ্বশুর আর নিজের পাঁচ-পাঁচটা পোলা। ঘেন্না। কৃষ্ণ ঘেন্না।
— May 10, 2018 01:25AM

