Dev D.’s Reviews > গল্পসমগ্র > Status Update
Dev D.
is starting
মাঝে কয়েকটা বই পুরো আর কয়েকটা আধা শেষ করে আবার ফিরে এলাম নারায়ণ দাদার কাছে। আবারও সেই এলোমেলো পাঠ। গল্প পড়ে বোঝা যায় মানুষটা ছিলেন অসাম্প্রদায়িক, কোন জাতিগত বিদ্বেষ তার লেখাকে স্পর্শ করে নি। নারায়ণ এর টেনিদা যদি হয়ে থাকে এক টুকরো আনন্দের ছুটির দিন, গল্পসমগ্র হচ্ছে বছরের বাকি দিনগুলোর কঠিন বাস্তবতার জীবন আলেখ্য। একজন মানুষ এতোগুলো ভালো গল্প লেখেন কিভাবে অবাক হতে হয়! সম্ভবত বাংলা ভাষার সবচেয়ে আন্ডাররেটেড গল্পকার।
— Jul 25, 2018 11:06PM
Like flag
Dev’s Previous Updates
Dev D.
is starting
অগ্র পশ্চাৎ বিবেচনা না করে পড়ছি। প্রকাশকালের ধারাবাহিকতা নেই এটা বেশ বিরক্তিকর, কোন লেখা কবে লেখা হয়েছিলো তারও উল্লেখ নেই। বইটি যিনি সম্পাদনা করেছেন এই পরিশ্রমটুকু তার করা উচিত ছিলো বলেই মনে করি। এই নারায়ণ টেনিদার লেখক নারায়ণ হলেও ইনি যেন যোজন যোজন দূরের মানুষ, এখানে হাসির চেয়ে কান্না বেশি, আনন্দের চেয়ে বেদনা।
— Jun 17, 2018 11:13PM

