রিফাত সানজিদা’s Reviews > সন্ধ্যারাতের শেফালি > Status Update
রিফাত সানজিদা
is on page 87 of 230
পড়ছি উপমহাদেশের প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার আরতি দাশের আত্মজীবনী।
প্রচ্ছদ 'অইত্যন্ত' সেন্সিটিভ হলেও শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অনুলিখন হাইলি ইন্টারেস্টিং! 'মিস শেফালি' নামে বিখ্যাত (ও কারো কারো কাছে কুখ্যাত) হয়ে ওঠা আরতি অভিনয় করেছিলেন শংকরের বিখ্যাত উপন্যাস 'চৌরঙ্গি অবলম্বনে বানানো মুভিতে, মিস কনি চরিত্রে। কাজ করেছেন সত্যজিৎ রায়ের 'সীমাবদ্ধ' এবং 'প্রতিদ্বন্দ্বী' মুভিতেও। করেছেন থিয়েটারও।
রিভিউ লিখবো, আশা রাখি। :)
— Jun 28, 2019 07:05PM
প্রচ্ছদ 'অইত্যন্ত' সেন্সিটিভ হলেও শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অনুলিখন হাইলি ইন্টারেস্টিং! 'মিস শেফালি' নামে বিখ্যাত (ও কারো কারো কাছে কুখ্যাত) হয়ে ওঠা আরতি অভিনয় করেছিলেন শংকরের বিখ্যাত উপন্যাস 'চৌরঙ্গি অবলম্বনে বানানো মুভিতে, মিস কনি চরিত্রে। কাজ করেছেন সত্যজিৎ রায়ের 'সীমাবদ্ধ' এবং 'প্রতিদ্বন্দ্বী' মুভিতেও। করেছেন থিয়েটারও।
রিভিউ লিখবো, আশা রাখি। :)
Like flag

