Utsob Roy’s Reviews > The History of Jazz > Status Update
Utsob Roy
is 4% done
বলা চলে শুরু করেছি কেবল। প্রথম অধ্যায়টা জ্যাজ-পূর্ববর্তী আফ্রিকান-আমেরিকান মিউজক নিয়ে। আমার একটা ধারণা ছিল যে জ্যাজ ও ব্লুজ্ প্রকাশের ক্ষেত্রে গড়ের ওপর ইমোশনালি কম্প্লেক্স। যখন খুব চটুল জ্যাজ্ বাজে, নীচে কোথাও দুঃখ লুকিয়ে থাকে, পুরো কয়েক জেনারেশানের দাসত্বের দুঃখ। যখন দুঃখ বাজে তখন বিদ্রোহ। ইতমধ্যে মনে হচ্ছে আইডিয়াটা মোটামুটি ঠিকই ছিল।
— Jul 21, 2020 02:20AM
Like flag

