সাদমান হুসাইন > Status Update
সাদমান হুসাইন
added a status update
অনেকদিন কোন নতুন বই ধরতে ইচ্ছা করতেসে না, ধরে তেমন মজাও পাচ্ছি না। রীতিমত জেদ করে মিস্টবর্ণ সিরিজের দি লস্ট মেটাল পড়ে শেষ করলাম।
পুরোনো বই এর কাছেই ফিরে যাচ্ছি বারবার - রেড রাইজিং এর ৬টা বই, ড্রেসডেন ফাইলসের দুইটা পড়ে ফেললাম, আর এদিকে নতুন বই দেখলেই কিনে ভরাচ্ছি শেলফ - এ কোন জাতের বিপদ?
— Mar 22, 2023 08:58PM
পুরোনো বই এর কাছেই ফিরে যাচ্ছি বারবার - রেড রাইজিং এর ৬টা বই, ড্রেসডেন ফাইলসের দুইটা পড়ে ফেললাম, আর এদিকে নতুন বই দেখলেই কিনে ভরাচ্ছি শেলফ - এ কোন জাতের বিপদ?
1 like · Like flag
Comments Showing 1-7 of 7 (7 new)
date
newest »
newest »
স্যান্ডারসনের বাকি সিরিজগুলো পড়া নেই, তাই নতুন বই ধরতে ভয় লাগে। ভদ্রলোক এখন সব সিরিজ মিক্স করে লেখেন, দি লস্ট মেটাল ও সেম কারণে পড়তে আনইজি লাগসে। এটা কি স্ট্যান্ড-অ্যালোন নাকি কোন সিরিজের?
স্ট্যান্ডএলোন তবে লার্জার কজমেয়ার ইউভার্সের অংশ। অন্যান্য বই পড়া না থাকলে কিছু অন্য বই/সিরিজের ইস্টার এগ বা স্পয়লার পড়ে ফেললেও না বুঝলে নেই, তাই সমস্যা নাই। যতদূর আন্দাজ করি। যেমন আমি গোড়াতেই স্টর্মলাইট আর্কাইভ পড়ে ফেলেছি অথচ জানামতে এটায় অন্য বেশ ক'টা সিরিজ/বইয়ের বড় বড় কিছু ইস্টার এগ/রেফারেন্স আছে, কিন্তু যেহেতু আমি পড়ি নাই তাই বিন্দাস পড়ে গেছি কিছুই মালুম হয় নাই। স্টর্মলাইটের পুরো মজা নিতেও কোনো সমস্যা হয় নাই। পড়া না থাকলে স্টর্মলাইট ধরে ফেলেন। লাইফের সেরা কিছু বইপড়ার সময় কাটাবেন বলতে পারি। অন্য সিরিজের কী জেনে ফেললেন সেসব নিয়ে মাথা ঘামানোর কিছু নাই।
আর যতদূর জানি কোনো সিরিজেই এখনো ওভাবে ডিরেক্ট অন্য সিরিজ/বইয়ের কানেকশন দিয়ে কাহিনি ডেভেলপ করেনি, যদিও স্টর্মলাইট ৬-১০ এ সম্ভবত সেটাই হতে যাচ্ছে, তাই এত ভয়ভীতি নিয়ে পড়ার কিছু নাই। আমি তো মিস্টবর্ন বা কজমেয়ারের অন্য কিছুই পড়ি নাই, তাতে কী, স্টর্মলাইট ইজ দ্য বেস্ট।
Rizwan wrote: "আর যতদূর জানি কোনো সিরিজেই এখনো ওভাবে ডিরেক্ট অন্য সিরিজ/বইয়ের কানেকশন দিয়ে কাহিনি ডেভেলপ করেনি, যদিও স্টর্মলাইট ৬-১০ এ সম্ভবত সেটাই হতে যাচ্ছে, তাই এত ভয়ভীতি নিয়ে পড়ার কিছু নাই। আমি তো মিস্টবর্ন ব..."দি লস্ট মেটাল বেশ ভালোভাবে অন্য সিরিজের এর সাথে কানেক্টেড, বেশি কথা বললে স্পয়লার হয়ে যাবে :3
যাই হোক, ট্রেস পড়ে দেখি কি অবস্থা। আপনি Jay Kristoff এর Empire of the Vampire পড়ে দেখতে পারেন, ভালো লাগবে মনে হয়।
মাঝে মাঝে শুধুই কিনতে ভালো লাগে, মাঝে মাঝে পড়তে

স্যান্ডারসনের ট্রেস অফ দ্য এমারেল্ড সী পড়ে ফেলতে পারেন।