Monirul Hoque Shraban’s Reviews > পৃথিবীর পথে পথে > Status Update
Monirul Hoque Shraban
is on page 54 of 336
দারুণ লাগছে পড়তে। মেইক আপে কিছু সমস্যা আছে। একাধিক শব্দ একত্রে জোড়া লেগে গেছে প্রায় জায়গায়। প্রকাশক সুজন ভাই, তিনি নিজেই মেইক আপ করেন, এবং এই ত্রুটিগুলো অবধারিতভাবেই রাখেন!!
— Mar 27, 2015 11:00AM
Like flag
Monirul Hoque’s Previous Updates
Monirul Hoque Shraban
is on page 314 of 336
"সূর্যনগরী পিসাক ও ইনকাদের সমাধিক্ষেত্র" আর "ওয়্যানটাইমবো, ইনকাদের প্রাচীন দুর্নগগরী" এই লেখা দুইটায় একই লেখার পুনরাবৃত্তি ঘটেছে। বুঝতে পারছি দুই ভিন্ন ভিন্ন দিনে ব্লগে পোস্ট করার কারণে লেখক আগের লেখা হতে কিছু লেখা পরের লেখায় তুলে দিয়েছিলেন, যাতে প্রতিটা লেখাই স্বতন্ত্র থাকে। কিন্তু বইয়ে দেবার সময় এই ব্যাপারটা ঠিক করে নেয়া দরকার ছিল।
— Apr 08, 2015 11:56AM
Monirul Hoque Shraban
is on page 313 of 336
ব্লগে যেরকম লেখা পোস্ট করা যায় সেরকমভাবে সবসময় বইয়ে তা প্রকাশ করা যায় না। যেমন ব্লগে লিঙ্ক দেয়া যায় বইয়ে তা যায় না। এই যায়গাতেই একটা সমস্যা বেধেছে এই বইয়ে। "রবি বিদেশিনীর খোঁজে" নামক লেখাটিতে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর পারস্পরিক সম্পর্ক নিয়ে ডাইসনের একটি লেখার লিঙ্ক হয়তো ব্লগে দিয়েছিলেন "এই লেখাটি" নাম দিয়ে। কিন্তু বইয়ে এটা বললে 'এই লেখাটি' বলতে কোন লেখাটিকে বোঝাবে? এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার ছিল।
— Apr 08, 2015 11:51AM
Monirul Hoque Shraban
is on page 302 of 336
লেখক "আবিষ্কার" আর "উদ্ভাবন"এর মাঝে প্যাচ লাগিয়ে ফেলেছেন। গুটেনবার্গের ছাপার মেশিন বা ছাপানো বই কোনোটাই আবিষ্কার নয়। সঠিক শব্দটা হবে উদ্ভাবন। বইয়ে কয়েকবারই এই ভুলটা হয়েছে।
— Apr 08, 2015 07:32AM
Monirul Hoque Shraban
is on page 301 of 336
ত্রুটির মাঝে আরও কটি হল, দুটি বা তিনিটি ভ্রমণে এমন বর্ণনা দিয়েছেন যেন মনে হয় কঙ্কালপূর্ণ ভয়ানক হিমালয় পার হচ্ছেন। অথচ একদমই সাদামাটা উচ্চতায় ওঠা, কিংবা পিরামিড মাড়ানো। অবশ্য এমনটা হেনরি রাইডার হ্যাগার্ডের মতো লেখকেরাও করে। ছোট একটা গর্ত পার হবার বর্ণনা দেয় বিশাল কূপের মতো করে। এই দিক থেকে এটাকে স্বাভাবিকভাবে নেয়া যায়।
— Apr 08, 2015 07:30AM
Monirul Hoque Shraban
is on page 299 of 336
প্রায় শেষ করে ফেলেছি। বইটাকে পাঁচে পাচই দেয়া যায়। কিন্তু কয়েকটা কারণে এক কম দিতে হবে। প্রধান কারণটা হচ্ছে লেখকের অতি নাটুকে বা আহ্লাদী ভাষা। কথাটা ভাষা হবে না, হবে "শব্দ"। লেখক অবশ্যই দারুণ ভাষা ব্যবহার করেছেন। মাঝে মাঝে আহ্লাদী শব্দ মনকে বিরক্তির দিকে নিয়ে গেছে। উদাহরণ হিসেবে দেয়া যেতে পারে "মনের গহনে", "অবগাহন" আরও হাবিজাবি। যেগুলো বইটার প্রাঞ্জলতার সাথে যায় না।
— Apr 08, 2015 07:25AM
Monirul Hoque Shraban
is on page 209 of 336
এগিয়ে যাচ্ছি। বইটা প্রাঞ্জল। খুব অসাধারণ কিছু হয়তো নেই, কিন্তু বইটা দারুণ। সোজা সাপ্টা। সাবলীলে পড়া যায়।
— Apr 01, 2015 03:33AM
