ফারহানা জাহান’s Reviews > মাতাল সমগ্র > Status Update
ফারহানা জাহান
is on page 25 of 200
ভূপতি বাবুর থিওরি অনুযায়ী, দশ-আঙুলে নেশা শুরু করতে না পারায় পাঁচ-আঙুলে নেশা দিয়েই শুরু করলাম।
দশ-আঙুলে, কড়া-কাভার হার্ডকপির নেশায় ফেরার আকাঙ্ক্ষায় আপাতত পাঁচ আঙুলে থাকা মুঠোফোনটা কাজে লাগুক! কোনো না কোনো দিন তো হাতভর্তি বই নিয়ে চোখের সুখ করে পড়ার সময়টা ফেরত আসবে!
— Jun 03, 2023 03:21AM
দশ-আঙুলে, কড়া-কাভার হার্ডকপির নেশায় ফেরার আকাঙ্ক্ষায় আপাতত পাঁচ আঙুলে থাকা মুঠোফোনটা কাজে লাগুক! কোনো না কোনো দিন তো হাতভর্তি বই নিয়ে চোখের সুখ করে পড়ার সময়টা ফেরত আসবে!
Like flag

