আহসানুল করিম’s Reviews > The Last Night on Earth Poems > Status Update
আহসানুল করিম
is on page 231
হয়ত বিশ্বাস করবেন না
কিন্তু কিছু মানুষ আছে এমন জীবন কাটায় যাতে
থাকে না তেমন প্যারা।
তারা পরে ভালো, খায় ভালো, আরামে ঘুমায়।
তৃপ্ত পারিবারিক জীবনে।
আছে কিছু মুহূর্তের শোক
মোটের উপর নির্ঝঞ্ঝাট আর আনন্দেই কাটে দিন।
যখন মরে সেটাও হয় সহজ মৃত্যু, সাধারণত ঘুমের ঘোরে।
আপনারা হয়ত বিশ্বাস করবেন না
অথচ এমন মানুষেরা আছে।
কিন্তু আমি ওদের একজন নই।
এমনকি আমি ওদের মত হওয়ার
ত্রিসীমানায়ও নেই
কিন্তু ওরা আছে
আর এই দেখুন আমার হাল।
— Aug 25, 2024 08:16PM
কিন্তু কিছু মানুষ আছে এমন জীবন কাটায় যাতে
থাকে না তেমন প্যারা।
তারা পরে ভালো, খায় ভালো, আরামে ঘুমায়।
তৃপ্ত পারিবারিক জীবনে।
আছে কিছু মুহূর্তের শোক
মোটের উপর নির্ঝঞ্ঝাট আর আনন্দেই কাটে দিন।
যখন মরে সেটাও হয় সহজ মৃত্যু, সাধারণত ঘুমের ঘোরে।
আপনারা হয়ত বিশ্বাস করবেন না
অথচ এমন মানুষেরা আছে।
কিন্তু আমি ওদের একজন নই।
এমনকি আমি ওদের মত হওয়ার
ত্রিসীমানায়ও নেই
কিন্তু ওরা আছে
আর এই দেখুন আমার হাল।
Like flag

