বাদশাহ নামদার Quotes
বাদশাহ নামদার
by
Humayun Ahmed4,474 ratings, 4.41 average rating, 438 reviews
বাদশাহ নামদার Quotes
Showing 1-5 of 5
“রাজা যায়, রাজা আসে। প্রজাও যায়, নতুন প্রজা আসে। কিছুই টিকে থাকে না। ক্ষুধার্ত সময় সবকিছু গিলে ফেলে, তবে গল্প গিলতে পারে না। গল্প থেকে যায়।”
― বাদশাহ নামদার
― বাদশাহ নামদার
“প্রদীপ্ত সূর্য ছিল আমার বাবার কাছে ম্লান।”
― বাদশাহ নামদার
― বাদশাহ নামদার
“অশ্ব অশ্বারোহীর বন্ধু নয়।
যেমন বন্ধু নয় বায়ু, মেঘমালার।
বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না।
দু'জনই থাকবে দু'জনের কাছে অদৃশ্য।
দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা।”
― বাদশাহ নামদার
যেমন বন্ধু নয় বায়ু, মেঘমালার।
বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না।
দু'জনই থাকবে দু'জনের কাছে অদৃশ্য।
দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা।”
― বাদশাহ নামদার
“প্রদীপ্ত সূর্য ছিল আমার পিতার কাছে ম্লান।”
― বাদশাহ নামদার
― বাদশাহ নামদার