শবনম Quotes

Rate this book
Clear rating
শবনম শবনম by Syed Mujtaba Ali
1,425 ratings, 4.11 average rating, 208 reviews
শবনম Quotes Showing 1-15 of 15
“সরল হৃদয় মনে করে প্রেম লুকায়ে রাখিতে পারে
কাঁচের ফানুস মনে ভাবে লুকায়েছে শিখাটারে।।”
Syed Mujtaba Ali, শবনম
tags: love
“আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেওনা।
আমার ওটুকুতেই চলবে।”
Syed Mujtaba Ali, শবনম
“কে বল সহজ, ফাঁকা যাহা তারে, কাঁধেতে বহিতে যাওয়া।
জীবন যতই ফাঁকা হয়ে যায়, ততই কঠিন বওয়া।”
Syed Mujtaba Ali, শবনম
tags: life
“শত্রুর মিলনে মনে অতি কষ্ট হয়
বন্ধুর বিচ্ছেদে কষ্ট হয় সাতিশয়।
উভয়েই বহু কষ্ট দেয় যদি মনে
শত্রু মিত্রে কিবা ভেদ তবে এ ভুবনে?”
Syed Mujtaba Ali, শবনম
“আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না”
Syed Mujtaba Ali, শবনম
“প্রেম গোপন রাখাতে যে গভীর আনন্দ আছে তার থেকে আমি তাকে বঞ্চিত করতে যাব কেন? শুনেছি প্রথম গর্ভধারণ করে বহু মাতা সেটা যত দিন পারে গোপন রাখে। নিভৃতে আপন মনে সেই ক্ষুদ্র শিশুটির কথা ধ্যান করতে করতে সে চলে যায় স্বর্গলোকপানে, যেখান থেকে মুখে হাসি নিয়ে নেমে আসবে এই শিশুটি। ”
Syed Mujtaba Ali, শবনম
“রাজসভাতে এসেছিলাম বসতে দিলে পিছে,
সাগর জলে ময়লা ভাসে, মুক্তো থাকে নিচে।”
Syed Mujtaba Ali, শবনম
“তুমি বলেছিলে 'ভাবনা কিসের? আমি তোমারেই ভালোবাসি;
আনন্দে থাকো, ধৈর্য-সলিলে ভাবনা সে যাক ভাসি।'
ধৈর্য কোথায়? কিবা সে হৃদয়? হৃদয় কাহারে কয়?
সে তো শুধু এক বিন্দু শোণিত আর ফরিয়াদ-রাশি।।”
Syed Mujtaba Ali, শবনম
tags: love
“হাজার যোজন নিচে নামিয়া আকাশের ঐ তারা
গোস্পদে হ'ল প্রতিবিম্বিত ; তাই হল মানহারা?”
Syed Mujtaba Ali, শবনম
“চোখের রোশনাই নেই বলে তিনি হৃদয় দেখতে পান”
Syed Mujtaba Ali, শবনম
tags: random
“প্রেমের সঙ্গে সূর্যেরই শুধু তুলনা হয়। আকাশ আর মুখ এক। ঘড়ি ঘড়ি রঙ বদলায়। সূর্য চিরন্তন। প্রেম-সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনা নেই। ”
Syed Mujtaba Ali, শবনম
“এই এতদিনে বুঝতে পারলুম কালিদাস কোন দুঃখে বলেছিলেন, 'হে সৌভাগ্যবান মুক্তা, তুমি একবার মাত্র লৌহশলাকায় বিদ্ধ হয়ে তারপর থেকেই প্রিয়ার বক্ষ-দেশে বিরাজ করছ; আমি মন্দভাগ্য শতবার বিরহশলাকায় সছিদ্র হয়েও সেখানে স্থান পাই নে।”
Syed Mujtaba Ali, শবনম
“কাফেলা যখন পৌছালো গৃহে মরভু্ূমি হয়ে পার
সবাই নীরব।উটের গলায়ও ঘন্টা বাজে না আর।”
Syed Mujtaba Ali, শবনম
“বল দেখি, মেয়েরা অনেকক্ষণ ধরে চুমো খেতে পারে না কেন?
কি করে বলবো বল?
দু মিনিট মুখ বন্ধ করে থাকতে পারে না বলে। কথা কইতে ইচ্ছে যায়।”
Syed Mujtaba Ali, শবনম
“মজনু যখনই শুনত, তার প্রিয়া লায়লিকে নজদ্‌ মরুভূমির উপর দিয়ে উটে করে সরানো হচ্ছে সে তখন পাগলের মত এ উট সে-উটের কাছে গিয়ে খুঁজত কোন মহমিলে (উটের হাওদা) লায়লি আছে। মজনু মরে গেছেন কত শতাব্দী হল। কিন্তু এখনো তার জীবিতাবস্থার প্রতিটি দীর্ঘশ্বাস মরুভূমির ছোট ছোট ঘূর্ণিবায়ু হয়ে লায়লির মহমিল খুঁজছে। তুমি বুঝি কখনো মরুভূমি দেখো নি? ছোট ছোট ঘূর্ণিবায়ু অল্প অল্প ধূলি উড়িয়ে এদিকে ধায়, ওদিকে ধায়, ওদিকে ছোটে, সেদিকে খোঁজে।”
Syed Mujtaba Ali, শবনম
tags: life, love