নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes

36 ratings, 3.75 average rating, 2 reviews
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes
Showing 1-7 of 7
“যে জানালা আজও বন্ধ আমার,
এবারে তা যেন খুলতে পারি।
যে রয়েছে শুয়ে ধূলিশয্যায়
যেন হাতে ধরে তুলতে পারি।
পিছনে যা আছে পিছনেই থাক্,
যেন পিছুডাক ভুলতে পারি।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
এবারে তা যেন খুলতে পারি।
যে রয়েছে শুয়ে ধূলিশয্যায়
যেন হাতে ধরে তুলতে পারি।
পিছনে যা আছে পিছনেই থাক্,
যেন পিছুডাক ভুলতে পারি।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কালো মেঘখানি ঠায় দাঁড়িয়ে রয়েছে সারা দিন,
দাঁড়িয়ে রয়েছে ঘন ঘাসে ঢাকা মাঠের শিয়রে।
বুকে তার জমে আছে যেন বড় চাপা অভিমান;
যত তাকে দেখি, তাই তত তার কথা মনে পড়ে।
সেও তো মেঘেরই মতো ওই মাঠে সারাদিনমান
একদা দাঁড়িয়ে ছিল, কেউ তাকে ডাকেনি খেলায়।
ও মেঘ, ও কালো মেঘ, তুমি সেই কালো মেয়েটিকে
ফিরিয়ে এনেছ এই আষাঢ়ের বিকেলবেলায়।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
দাঁড়িয়ে রয়েছে ঘন ঘাসে ঢাকা মাঠের শিয়রে।
বুকে তার জমে আছে যেন বড় চাপা অভিমান;
যত তাকে দেখি, তাই তত তার কথা মনে পড়ে।
সেও তো মেঘেরই মতো ওই মাঠে সারাদিনমান
একদা দাঁড়িয়ে ছিল, কেউ তাকে ডাকেনি খেলায়।
ও মেঘ, ও কালো মেঘ, তুমি সেই কালো মেয়েটিকে
ফিরিয়ে এনেছ এই আষাঢ়ের বিকেলবেলায়।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও?
যাও।
পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া
কিছুটা ঔদাস্য যেন থাকে।
যেন লোকে বলে,
সভাস্থলে
আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
যাও।
পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া
কিছুটা ঔদাস্য যেন থাকে।
যেন লোকে বলে,
সভাস্থলে
আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
রাজা, তোর কাপড় কোথায়?”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
রাজা, তোর কাপড় কোথায়?”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কবি যদি লোভী হয়,
তাহলে সে কবি নয়,
তা হলে সে পথের কাঙাল।
কখনও সবুজ পরে,
কখনও গেরুয়া ধরে,
কখনও-বা টকটকে লাল।
কবি যদি লোভী হয়,
তা হলে সে কবি নয়,
তা হলে সে ব'সে ফুটপাথে
বলুক, 'সোনা কি তাঁবা
যা-ই হোক দাও বাবা
দাও এই কাঙালের হাতে '।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
তাহলে সে কবি নয়,
তা হলে সে পথের কাঙাল।
কখনও সবুজ পরে,
কখনও গেরুয়া ধরে,
কখনও-বা টকটকে লাল।
কবি যদি লোভী হয়,
তা হলে সে কবি নয়,
তা হলে সে ব'সে ফুটপাথে
বলুক, 'সোনা কি তাঁবা
যা-ই হোক দাও বাবা
দাও এই কাঙালের হাতে '।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“এক-একবার মনে হয় যে,
এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয়
ফুরিয়ে এসেছে। কিন্তু
ঠিক তখনই
আমার চোখের সামনে হঠাৎ খুলে যায়
সেই রাস্তা,
যার ধুলো উড়িয়ে আমি কখনও হাঁটিনি।
এক-একবার মনে হয় যে,
যাবতীয় ভালোবাসাবাসির ঝামেলা বোধহয়
মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু
ঠিক তখনই আমার
হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ
জেগে ওঠে অভিমান।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয়
ফুরিয়ে এসেছে। কিন্তু
ঠিক তখনই
আমার চোখের সামনে হঠাৎ খুলে যায়
সেই রাস্তা,
যার ধুলো উড়িয়ে আমি কখনও হাঁটিনি।
এক-একবার মনে হয় যে,
যাবতীয় ভালোবাসাবাসির ঝামেলা বোধহয়
মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু
ঠিক তখনই আমার
হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ
জেগে ওঠে অভিমান।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“মর্মমূলে বিঁধে আছে পঞ্চমুখী তীর,
তার নাম ভালোবাসা।
কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর,
তার নাম ভালোবাসা।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
তার নাম ভালোবাসা।
কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর,
তার নাম ভালোবাসা।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা