নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes

Rate this book
Clear rating
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা by Nirendranath Chakraborty
36 ratings, 3.75 average rating, 2 reviews
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা Quotes Showing 1-7 of 7
“যে জানালা আজও বন্ধ আমার,
এবারে তা যেন খুলতে পারি।
যে রয়েছে শুয়ে ধূলিশয্যায়
যেন হাতে ধরে তুলতে পারি।
পিছনে যা আছে পিছনেই থাক্,
যেন পিছুডাক ভুলতে পারি।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কালো মেঘখানি ঠায় দাঁড়িয়ে রয়েছে সারা দিন,
দাঁড়িয়ে রয়েছে ঘন ঘাসে ঢাকা মাঠের শিয়রে।
বুকে তার জমে আছে যেন বড় চাপা অভিমান;
যত তাকে দেখি, তাই তত তার কথা মনে পড়ে।

সেও তো মেঘেরই মতো ওই মাঠে সারাদিনমান
একদা দাঁড়িয়ে ছিল, কেউ তাকে ডাকেনি খেলায়।
ও মেঘ, ও কালো মেঘ, তুমি সেই কালো মেয়েটিকে
ফিরিয়ে এনেছ এই আষাঢ়ের বিকেলবেলায়।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কবি, তুমি গদ্যের সভায় যেতে চাও?
যাও।
পা যেন টলে না, চোখে সবকিছুকে-তুচ্ছ-করে-দেওয়া
কিছুটা ঔদাস্য যেন থাকে।
যেন লোকে বলে,
সভাস্থলে
আসবার ছিল না কথা, তবুও সম্রাট এসেছেন।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“যাও, তাকে যেমন করেই হোক
খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
রাজা, তোর কাপড় কোথায়?”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“কবি যদি লোভী হয়,
তাহলে সে কবি নয়,
তা হলে সে পথের কাঙাল।
কখনও সবুজ পরে,
কখনও গেরুয়া ধরে,
কখনও-বা টকটকে লাল।

কবি যদি লোভী হয়,
তা হলে সে কবি নয়,
তা হলে সে ব'সে ফুটপাথে
বলুক, 'সোনা কি তাঁবা
যা-ই হোক দাও বাবা
দাও এই কাঙালের হাতে '।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“এক-একবার মনে হয় যে,
এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয়
ফুরিয়ে এসেছে। কিন্তু
ঠিক তখনই
আমার চোখের সামনে হঠাৎ খুলে যায়
সেই রাস্তা,
যার ধুলো উড়িয়ে আমি কখনও হাঁটিনি।

এক-একবার মনে হয় যে,
যাবতীয় ভালোবাসাবাসির ঝামেলা বোধহয়
মিটিয়ে ফেলতে পেরেছি। কিন্তু
ঠিক তখনই আমার
হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ
জেগে ওঠে অভিমান।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“মর্মমূলে বিঁধে আছে পঞ্চমুখী তীর,
তার নাম ভালোবাসা।
কেটেছে গোক্ষুরে যেন, নীল হয়ে গিয়েছে শরীর,
তার নাম ভালোবাসা।”
Nirendranath Chakraborty, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা