Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Shibram Chakraborty.
Showing 1-7 of 7
“... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
“ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা - পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না।”
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
“ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই তো নাই। মন্দের ভালোই সত্যিকারের ভালো। তাই নিয়েই খুশি থাকতে হয়।”
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
― ঈশ্বর পৃথিবী ভালবাসা
“বাবা নামক মরুভূমিতে মা-ই একমাত্র ওয়েসিস।”
― বাড়ি থেকে পালিয়ে
― বাড়ি থেকে পালিয়ে
“চুমু যে খায়, সে আবার খাওয়ায়ও। সন্দেশের মতন মধুর হলেও, চুমুতে আর সন্দেশে তফাৎ আছে। ও-জিনিস একলা খাবার না। একা একা খাওয়া যায় না, অপরকে খাইয়ে খেতে হয়।”
― আপনি কী হারাইতেছেন আপনি জানেন না
― আপনি কী হারাইতেছেন আপনি জানেন না
“শুধু এইখেনেই আমরা সবাই পরমুখাপেক্ষী। এই চুমুর বেলায়। কেবল এই KISS-এর তোয়াক্কায়, —নইলে কার কিসের তোয়াক্কা?”
― আপনি কী হারাইতেছেন আপনি জানেন না
― আপনি কী হারাইতেছেন আপনি জানেন না
“মূর্খতার দ্বারা যদি স্বরাজ হ'ত তাহলে দেশের ত্রিশ কোটি লোকের মধ্যে ঊনত্রিশ কোটিই তো আকাট্, কোনদিন স্বরাজ হয়ে যেত তবে! মুখ্যু হয়ে থাকলে ভাত আসেনা, - স্বরাজ আসে ?”
― বাড়ি থেকে পালিয়ে
― বাড়ি থেকে পালিয়ে




