Anik Khan
Born
in Bangladesh
September 13, 1982
Website
Genre
“দেখছি সবই, শুনছি সবই
মুখে কিছু বলছি না-
তার মানে নয় আমরা বুকে
বারুদ পুষে চলছি না!
রাখছি চিনে শত্রু কারা
... বন্ধু পরিচয়ে,
এই বারুদই জ্বলবে দেখিস
সঠিক ‘অসময়ে’!”
―
মুখে কিছু বলছি না-
তার মানে নয় আমরা বুকে
বারুদ পুষে চলছি না!
রাখছি চিনে শত্রু কারা
... বন্ধু পরিচয়ে,
এই বারুদই জ্বলবে দেখিস
সঠিক ‘অসময়ে’!”
―
“দূর-বালিকা, আমার কথা - খেয়াল করে শুনিও
তোমার আমার দশ পা ফারাক - ইচ্ছা হলে গুনিও।
গোনার ছলে পা পা করে - আমার দিকে আসিও
পাঁচ পা শেষে লাজুক বাঁকা - অল্প খানিক হাসিও।
ছয় পা শেষে ওই হাসিমুখ - অন্যদিকে ঘুরিও
সাত পা শেষে এই কলিজা - অবহেলায় পুড়িও।
পোড়ে যদি তোমার বুকও - পুড়ছি যখন আমিও,
আট পা শেষে থামিও না - নয় পা শেষে থামিও।
নয় পা শেষে থুতনি তুলে - আমার দিকে তাকিয়ো
এক পা, কসম! আমিই যাব - একটু শুধু ডাকিও!”
―
তোমার আমার দশ পা ফারাক - ইচ্ছা হলে গুনিও।
গোনার ছলে পা পা করে - আমার দিকে আসিও
পাঁচ পা শেষে লাজুক বাঁকা - অল্প খানিক হাসিও।
ছয় পা শেষে ওই হাসিমুখ - অন্যদিকে ঘুরিও
সাত পা শেষে এই কলিজা - অবহেলায় পুড়িও।
পোড়ে যদি তোমার বুকও - পুড়ছি যখন আমিও,
আট পা শেষে থামিও না - নয় পা শেষে থামিও।
নয় পা শেষে থুতনি তুলে - আমার দিকে তাকিয়ো
এক পা, কসম! আমিই যাব - একটু শুধু ডাকিও!”
―
Is this you? Let us know. If not, help out and invite Anik to Goodreads.








