Ayon Ahmed's Blog - Posts Tagged "ayonahmed"

কেবল লজ্জা ভাঙ্গে নি বলে

একদিন তোমার লজ্জা ভাঙ্গবো
যে লজ্জাতে আমাকে ছুঁয়ে দেখো নি
যে ছোঁয়া চুমু দিতে দেয় নি
যে চুমু কোন দিন জানায় নি ঠোঁটের আদ্রতা
অথচ ও ঠোঁট বহুদিন ধরে
আমাকে ছোঁয়ার অপেক্ষাতে
তবুও টু শব্দটুকু করে নি
কেবল লজ্জা ভাঙ্গে নি বলে।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2018 02:17 Tags: ayonahmed