একদিন তোমার লজ্জা ভাঙ্গবো
যে লজ্জাতে আমাকে ছুঁয়ে দেখো নি
যে ছোঁয়া চুমু দিতে দেয় নি
যে চুমু কোন দিন জানায় নি ঠোঁটের আদ্রতা
অথচ ও ঠোঁট বহুদিন ধরে
আমাকে ছোঁয়ার অপেক্ষাতে
তবুও টু শব্দটুকু করে নি
কেবল লজ্জা ভাঙ্গে নি বলে।
Published on
November 29, 2018 02:17
•
Tags:
ayonahmed