অশোক বসুর জন্ম ১৯৩৬, জলপাইগুড়ি শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের স্নাতক। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায় ১৯৫৬ সালে প্রকাশিত। বড়দের জন্যে লেখার পাশাপাশি ছোটদের জন্যেও প্রচুর লেখেন। এ ছাড়া বেতারনাটকও লিখেছেন। ১৯৯৭ সালে সর্বভারতীয় বেতার নাটক। প্রতিযোগিতায় বাংলা হাস্যরসাত্মক নাটকে প্রথমস্থান লাভ। রাজ্য সরকারি অফিসে চাকরি করতেন। অবসরজীবন কাটে লেখালেখি করেই।