আপনাকে ভালো শিল্পী হতে সাহায্য করে সংশয়, মানে কোনো কিছুতে নিশ্চিত না হয়ে ওই বিষয়ে দ্বিধাদ্বন্দে পড়বেন, ভালো দিক মন্দ দিক দুটোই বিচার করবেন; বিশেষত আপনি যখন লেখক - অতি আবেগটা বিসর্জন দেয়া দরকার। ঔপন্যাসিকের জন্য সংশয় প্রধান উপাদান, ইলিয়াস এইরকম ভাবতেন, ভুল ভাবতেন না। তীব্র অনিশ্চয়তা আর খুব নিশ্চয়তার দোলাচলে আমাদের লেখকেরা ভোগেন: এর ফলে যা হয় অতীত আর অস্তিত্বে আমাদের সংকট তৈরি হয়, বর্তমানকে গভীর মনযোগী চোখে দেখবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি।
Published on May 31, 2016 12:35