পাক্ষিক একপক্ষ পত্রিকার উৎসব সংখ্যায় আমার একটি উপন্যাসিকা ছাপা হয়েছে। এটি লিখে তৃপ্তি পাইনি, দৈবের ফেরে শারীরিক অসুস্থতার বেশ চরম অবস্থার মাঝে এটি লিখে শেষ করতে হয়েছে। যে লেখা লিখে লেখকের তৃপ্তি আসে না, তা পাঠকের তৃপ্তি মেটাতে পারবে, এমনটা আশা করা যায় না।
আমার ইচ্ছা আছে লেখাটি পরবর্তীতে সময় নিয়ে আরো পূর্ণ করার।
লিঙ্ক এখানে।
Published on September 08, 2011 16:17