: ইত্তেফাক ঈদ সংখ্যায় প্রকাশিত হওয়া আমার ছোটগল্প- নিঃসঙ্গপত্র।
এই শহরে মেঘেরা একা-Ei Shohore Meghera Eka উপন্যাসের সাফল্যের পর ছোটগল্পে হাত দেওয়া হয়েছে বেশ কম। লিখতে লিখতে এখনও শেষ খুঁজে পাইনি বেশ কিছু গল্পের। চলতি পথে বাড়ি ফেরার সময় মাথার ভেতর জট পাকিয়ে শব্দ আসে, গল্প আসে। কেবল লিখতে গেলেই সব মিলিয়ে যায়। ভাবনা আসে আর যায়... যায় আর আসে। এদিকে বইয়ের পাতা উলটানোর মতো দিন কেটে যায়। আমি শুধুই গল্পগুলোর সমাপ্তি খুঁজি।
Read More ...
Published on August 06, 2015 06:11