: ছোটবেলা থেকে শুনে এসেছি, বাঙালি মেয়েরা কাঁদে। কারণে অকারণে কাঁদে। নিজের দুঃখে কাঁদে, অন্যের দুঃখে কাঁদে। দুঃখ না থাকলেও দুঃখ নেই অনুভব করে কাঁদে। মেয়েদের চোখে শ্রাবন মাসের মেঘের মতো কান্না জমে থাকে। আর একটু কিছু হলো তো ঝুপ ঝুপ করে বৃষ্টি। আর বিয়েতে নাকি মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে।
আমার আক্দ এর দিন আমি কাঁদিনি। বরং কাজীকে স্পষ্ট এবং শান্ত কন্ঠে জানিয়েছি আমার সম্মতির কথা। আমার কবুলের কথা শুনে শিশুদের মতো ডুকরে কেঁদে উঠেছেন আমার ছোট খালু। যিনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখেছি, আমার বোনেরা দু চোখ ভরা কান্না নিয়ে তাকিয়ে আছে। সামনে বসা বন্ধু, বান্ধবীর চোখে বাষ্প। কিন্তু আমি কাঁদিনি।
Read More ...
Published on August 04, 2015 19:57