গল্পের শুরুটা হয়েছে নারগিস জীবনে প্রথম ছ্যাঁকা খাওয়ার মধ্য দিয়ে। ঠিক এভাবে এসেছে বইয়ে- নারগিস বলল, দোস্ত আমি তো ছ্যাঁকা খাইছি, কী হবে আমার? আমি একটু অপ্রস্তুত, তাই বললাম, কী হবে আবার? সে বলল, সেটাই তো, কী-ই বা হবে! আমি বললাম, খুলে বল কী হইছে? ও গোমড়া মুখটা আরো গোমড়া.
Published on March 31, 2018 12:16