একটুকরো অসমাপ্ত আত্মজীবনী

দিললি পৌঁছালাম এবং সােজা রেলসটেশনে হাজির হযে দবিতীয শরেণীর ওযেটিংরুমে মালপতর রাখলাম গােসল করে কিছু খেযে নিযে মালপতর দারােযানের কাছে বুঝিযে দিযে বেরিযে পডলাম টিকিট কিনে নিযেছি রাতে টরেন ছাডবে অনেক সময হাতে আছে আমি একটা টাঙগা ভাডা করে জামে মসজিদের কাছে পৌঁছালাম গােপনে গােপনে দেখতে চাই মুসলমানদের অবসথা পারটিশনের সময এক ভযাবহ দাঙগা হযেছিল এই দিললিতে দেখলাম, মুসলমানদের কিছু কিছু দোকান আছে কারও সাথে আলাপ করতে সাহস হচছিল না হাঁটতে হাঁটতে লালকেললায গেলাম পূরবেও গিযেছি, হিনদুসতানের পতাকা উডছে ভিতরে...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2020 20:38
No comments have been added yet.