সামপরতিক এক পেপার বিবরতনবাদীদের ওয়ালে শেয়ার হতে দেখা যাচছে আমাকে মেসেঞজারে কয়েকজন জানালেন বযাপারটা দেখলাম, বিবরতনবাদীদের একজন পেপার পূঁজি করে টরল করছে উদদেশয যে আমি তা বুঝতে বেগ পাওয়ার কথা না ভাবলাম পেপারটা ঘেঁটে দেখি ঘেঁটে দেখে কী পেলাম? জানতে চাইলে, পড়তে থাকো
[image error] মুকতমনারা তোমাদের বলেছে-ডারউইনের থিওরি তো অভিকরষের মতো পরমাণিত; এটা সরবজনীন সতয! তাহলে উপরের পেপার নিয়ে তাদের আননদ দেখে তুমি চিনতাশীলের মত পরশন করে বসতে পারো এই থিওরির এক-অংশ ১৪০ বছর পর পরমাণ হলো এর মানে কি? এতদিন এই অংশের পকষে কোনো...
Published on March 18, 2020 22:21