লিও টলস্টয় রচিত “ওয়ার এন্ড পীস” উপন্যাসটি কেবল রুশ সাহিত্যের নয় বিশ্বসাহিত্যের সব চাইতে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। এই ক্লাসিক উপন্যাসটি যারা পড়েননি বা মূল ভাষায় পড়েননি তাদের জন্য তথ্যগুলো মনে হতে পারে নতুন। যেমন— উপন্যাসটিতে প্রয়োজনের অধিক ফরাসি ভাষা ব্যবহার করা হয়েছে রুশ আদালতের ভাষা ছিল ফরাসি, অভিজাতদের ভাষা ফরাসি। উনিশ শতকে এসে কেবল অভিজাতদের নয়, ফরাসি হয়ে ওঠে অর্থবান ও ক্ষমতারবানদেরও ভাষা। অর্থ ও ক্ষমতার প্রতীক এই ভাষাটিকে সূক্ষ্মভাবে
...
Published on October 30, 2020 06:21