লেখকের সিদ্ধান্ত একটা গুরুত্বপূ্র্ণ বিষয়। মানে লেখক নিজের উপন্যাসটা বা গল্পটা কিভাবে লিখবেন, কিভাবে সাজাবেন সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। আমরা পাঠক হিসেবে লেখককে গাইড করতে পারি না। অবশ্য পাঠক হিসেবে আমরা কেউ কেউ নিজেদের রুচিশীল মনে করলেও যে সবসময় লেখকদের প্রতি সুবিচার করি, ব্যাপারটা তা না।
একটা লেখা নানান অভিজ্ঞতার ফসল। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, কেবল বয়সের কারণে অর্জিত কিছু অভিজ্ঞতাও যুক্ত হতে পারে কোনো লেখায়। পাঠকের পক্ষে লেখকের অভিজ্ঞতার ফলে প্রাপ্ত প্রজ্ঞার আঁচ সব...
Published on January 06, 2025 02:12