বহু বাসনায় প্রাণপণে চাই - সুব্রত বড়ুয়া

আমাদের বাসনার শেষ নেই। চাওয়ারও সীমা নেই। যদি আমাদের চাওয়ার একটি তালিকা তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে হয়তো দেখা যাবে সে তালিকা কখনো শেষ হবে না। মানুষেরই চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। সে যতো পায় ততো চায়। প্রয়োজন থাকলেও চায়, না থাকলেও চায়। এমনকি, অনেক সময় সে নিজেই জানে না— কেন চায়, কী প্রয়োজনে চায়। তবে এর যে ব্যতিক্রম নেই তা নয়। কোনো কোনো মানুষ তাদের চাওয়াকে সীমিত করে আনে, নিজেই নিজেকে প্রতিহত করে। এই রকম মানুষ ব্যতিক্রম। তারা সাধারণ মানুষ নয়। তবে তারা আর পাঁচজন সাধারণ মানুষেরই মতো...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 10:24
No comments have been added yet.