১.
ধরা যাক আপনার একজন বন্ধু আছে যিনি আর্ট রিলেটেড কাজ করতে ভালোবাসেন। কিন্তু আপনি আমার মতো ন্যুব এক্ষেত্রে উনাকে কি উপহার দেবেন? এমন একট অবস্থায় আমি পড়েছিলাম বেশ ক'দিন আগে। পরবর্তীতে আর্ট করেন এমন একজনের সাথে কথা বলে উদ্ধার হলাম। উনার নাম মৃন্ময়ী আজাদ। আপুর প্রতি আমি কৃতজ্ঞ।
আর্টের ক্ষেত্রে হয়তো প্রথমে রঙের কথা মাথায় আসবে। কিন্তু এখানে ছোট একটা সমস্যা আছে। আপনার বন্ধু কোন ধরনের রঙ ব্যবহার করেন আপনার যদি তা জানা থাকে তাহলে ভালো। কিন্তু যদি অজানা থাকে? অথবা পরিস্থিতি যদি এমন হয় যে জিগ্যেস করলে সে ধা...
Published on January 22, 2024 23:03