বইমেলা থেকে বই দোকান পর্যন্ত পৌঁছানোর যাত্রা ডারউইনের বিগলযাত্রার মতোই দীঘল হয়ে পড়বে, কে জানতো?
ঢাকায় আজিজ সুপার মার্কেট থেকে বইয়ের দোকানগুলো গেঞ্জির দোকানের কাছে হার মেনে সরে পড়েছে। বই নয়, গেঞ্জিই ঢাকায় বেশি পাঠ্য। কী আর করা। সরে গিয়ে বইয়ের দোকানগুলো আশ্রয় খুঁজে নিয়েছে কাটাবনের কনকর্ড এম্পোরিয়ামে।
বইমেলায় আমার বইটির পরিবেশক ছিলো "পাঠসূত্র"। কনকর্ড এম্পোরিয়ামে তাদেরও একটি দোকান
Published on July 30, 2010 09:29