“আমার অসুখ করে।
কী যে অসুখ করে বুঝতে পারি না।
ডাক্তার তাড়া দেয়-
পাঠায় একাকী এক অন্ধকার ঘরে।
আমি ভাবি- এ তোমার বুকের ভেতর।
মেঝেতে পায়ের ছাপ, দেয়ালে নখের।
বোঝা যায় এতোদিন অন্য কেউ ছিল।
চলে গেছে, রেখে গেছে অপেক্ষার দাগ।
এ ঘরে জানলা নেই।
যেটুকু বাতাস ঐ তোমার শ্বাসের।
পরজীবী বেঁচে থাকা।
তুমি যদি রাগ করো,
দমবন্ধ করে রাখো,
আমি তবে বাঁচি কী উপায়।
জানো আমি ভুলে যাই-
ওষুধ সময়ে খেতে,
জল ঠিক মনেও পড়ে না।
ঘাম হ'লে মনে হয় -
ফ্যান তো চালানো ছিল,
বন্ধ হয়েছে ঠিক কবে ?
অথচ তোমার কথা -
মনে পড়ে মনে পড়ে
ভুলতে পারি না।
ওষুধটা কড়া খুব;
ডাক্তার বলেছিল -
ঘুম হ'লে সব সেরে যাবে।
যেন এ ঘুমের কোনো নির্দিষ্ট মানুষ থাকে না।
ইদানিং নিজেকেও ঠিক যেন মানুষ লাগে না;
মনে হয়- কোন ঘড়ি,
দম দিতে ভুলে গেছে কেউ।
তুমিও তো দিনমানে দু'বার তাকাও
বন্ধ হয়ে পড়ে আছি
তাই আর বুঝতে পারো না।”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
Browse By Tag
- love (101802)
- life (79824)
- inspirational (76238)
- humor (44489)
- philosophy (31163)
- inspirational-quotes (29030)
- god (26983)
- truth (24831)
- wisdom (24773)
- romance (24464)
- poetry (23424)
- life-lessons (22743)
- quotes (21221)
- death (20624)
- happiness (19112)
- hope (18649)
- faith (18513)
- travel (17855)
- inspiration (17487)
- spirituality (15806)
- relationships (15740)
- life-quotes (15661)
- motivational (15469)
- love-quotes (15436)
- religion (15436)
- writing (14982)
- success (14226)
- motivation (13373)
- time (12906)
- motivational-quotes (12664)
