Tanvir > Tanvir's Quotes

Showing 1-26 of 26
sort by

  • #1
    Carl Sagan
    “The brain does much more than recollect. It compares, synthesizes, analyzes, generates abstractions. We must figure out much more than our genes can know. That is why the brain library is some ten thousand times larger than the gene library. Our passion for learning, evident in the behaviour of every toddler, is the tool for our survival. Emotions and ritualized behaviour patterns are built deeply into us. They are part of our humanity. But they are not characteristically human. Many other animals have feelings. What distinguishes our species is thought. The cerebral cortex is a liberation. We need no longer be trapped in the genetically inherited behaviour patterns of lizards and baboons. We are, each of us, largerly responsible for what gets put into our brains, for what, as adults, we wind up caring for and knowing about. No longer at the mercy of the reptile brain, we can change ourselves.”
    Carl Sagan, Cosmos

  • #2
    SenLinYu
    “I have warned you. If something happens to you, I will personally raze the entire Order. That isn't a threat. That is a promise. Consider your survival as much a necessity to the survival of the Resistance as Potter's. If you die, I will kill every last one of them.”
    SenLinYu, Manacled

  • #3
    Humayun Ahmed
    “জোছনা দেখতে দেখতে, আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #4
    Humayun Ahmed
    “দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।”
    Humayun Ahmed, এই মেঘ, রৌদ্রছায়া

  • #5
    Humayun Ahmed
    “মানুষকে ঘৃণা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদন্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে। ভবিষ্যতেও হয়তো হবে।”
    Humayun Ahmed, সম্রাট

  • #6
    Humayun Ahmed
    “চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরেআসে...ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার চলে গেলে আবার ফিরে আসে”
    Humayun Ahmed

  • #7
    Humayun Ahmed
    “সত্য কথাগুলো সব সময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মত।”
    Humayun Ahmed
    tags: true

  • #8
    Humayun Ahmed
    “সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে।”
    Humayun Ahmed
    tags: truth

  • #9
    Humayun Ahmed
    “প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
    গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে ?
    বালিকা ভুলানো জোছনা নয়।
    যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে ―
    ও মাগো, কি সুন্দর চাঁদ ।
    নব দম্পত্তির জোছনাও নয় ।
    যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন ―
    দেখো দেখো নীতু, চাঁদটা তোমার মুখের মতই সুন্দর ।
    কাজলা দিদির স্যাঁতস্যাতে জোছনা নয় ।
    যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাষ্টবিন উল্টে দেয় আকাশে ।
    কবির জোছনা নয় । যে জোছনা দেখে কবিরা বলবেন ―
    কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ ।
    আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি ।
    যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ―
    ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর ।
    প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব ―
    পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে ।
    চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে ― আয় আয় আয় ।”
    Humayun Ahmed, কবি

  • #10
    Humayun Ahmed
    “যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে- অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ।”
    Humayun Ahmed, তোমাদের এই নগরে

  • #11
    Humayun Ahmed
    “ওর কিছু নিজস্ব বিচিত্র লজিক আছে। সে ঐ লজিকে চলে । অন্য কারো কথাই শোনেনা । আমার কথাও শুনবেনা ।”
    Humayun Ahmed, একজন মায়াবতী

  • #12
    Humayun Ahmed
    “সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে। পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে।”
    Humayun Ahmed, বৃষ্টি ও মেঘমালা

  • #13
    Humayun Ahmed
    “সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরী। এই দৃশ্যটি মানুষকে ভাবতে শিখায়। মন বড় করে।”
    Humayun Ahmed, এইসব দিনরাত্রি
    tags: truth

  • #14
    Humayun Ahmed
    “রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে।”
    Humayun Ahmed

  • #15
    Humayun Ahmed
    “মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে। কিন্তু সে যখন কাঁদে, তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় একা একা।”
    Humayun Ahmed, তোমাকে

  • #16
    Humayun Ahmed
    “সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। এটা হল নিপাতনে সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর। তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে।”
    Humayun Ahmed, হিমুর রূপালী রাত্রি

  • #17
    Humayun Ahmed
    “বাংলাদেশের আদর্শ নাগরিক কী করবে? ভারতীয় কাপড় পরবে। ভারতীয় বই পড়বে, ভারতীয় ছবি দেখবে, ভারতীয় গান শুনবে। ছেলেমেয়েদের পড়াতে পাঠাবে ভারতীয় স্কুল-কলেজে। চিকিৎসার জন্য যাবে বোম্বাই, ভ্যালোর- এবং ভারতীয় গরু খেতে খেতে চোখমুখ কুঁচকে বলবে- শালার ইন্ডিয়া! দেশটাকে শেষ করে দিল! দেশটাকে ভারতের খপ্পর থেকে বাঁচাতে হবে।”
    Humayun Ahmed, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

  • #18
    Humayun Ahmed
    “কিছু কিছু মানুষ বিচিত্র ধরনের নিঃসঙ্গতা নিয়ে পৃথিবীতে আসে। কারোর সাধ্য নেই সেই নিঃসঙ্গতা দূর করে। সেই সব মানুষরা তাদের নিঃসঙ্গতা দূর করার চেষ্টা নিজেরাই করে। তা করতে গিয়ে কেউ বড় লেখক হয়, কেউ হয় চিত্রকর, বিজ্ঞানী। আবার কেউ হয়তো তার মতো ডাক্তার হয়। চারপাশের মানুষদের নিয়ে অসম্ভব ব্যস্ত থেকে নিজের নিঃসঙ্গতা ভুলে থাকতে চায়।”
    Humayun Ahmed, তেতুল বনে জোছনা

  • #19
    Humayun Ahmed
    “ঘুমের মধ্যে বৃষ্টি নামলে চমৎকার হয়। বৃষ্টির শব্দটা কোনো-না-কোনো ভাবে ঘুমন্ত মানুষের মাথায় ঢুকে যায়। ঝমোঝম শব্দে আনন্দময় বাজনা মাথার ভেতর বাজতে থাকে। মানুষের অবচেতন মন বৃষ্টির গান খুবই পছন্দ করে। কেন করে তার নিশ্চয়ই কারণ আছে। কারণটা একদিন ভেবে দেখতে হবে।”
    Humayun Ahmed, বাঘবন্দি মিসির আলি

  • #20
    Humayun Ahmed
    “ক্যামেরা সঙ্গে নিতে গিয়েও নিলাম না। ক্যামেরা থাকে টুরিষ্টদের হাতে। সুন্দর কোনো দৃশ্য দেখলেই চোখের সামনে ক্যামেরা তুলে ধরে। ছবি তোলা মাত্রই তার কাছে দ্শ্যটির আবেদন শেষ হয়ে যায়। যার হাতে ক্যামেরা থাকে না সে জানে- এই অপূর্ব দ্শ্য সে ধরে রাখতে পারবে না। সে প্রাণভরে দেখার চেষ্টা করে। আমিও তাই করব। প্রাণ ভরে দেখব।”
    Humayun Ahmed, মে ফ্লাওয়ার

  • #21
    Humayun Ahmed
    “সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন। ভুল বললাম, দূরে না, কাছেই বসে আছেন। খুব বেশি কাছে বলেই তাকে দেখা যায় না।”
    Humayun Ahmed, একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা

  • #22
    Jibanananda Das
    “কতো দেহ এলো,- গেল,- হাত ছুঁয়ে-ছুঁয়ে
    দিয়াছি ফিরায়ে সব,- সমুদ্রের জলে দেহ ধুয়ে
    নক্ষত্রের তলে
    বসে আছি,- সমুদ্রের জলে
    দেহ ধুয়ে নিয়া
    তুমি কি আসিবে কাছে”
    Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

  • #23
    Manik Bandopadhyay
    “গ্রামের লোকের অনুমানশক্তি প্রখর। সকালে আকাশের দিকে চাহিয়া তাহারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাৎ বৃষ্টি না-ই হয় সে অপরাধ অবশ্য আকাশের।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #24
    Manik Bandopadhyay
    “বেশি ভক্তি করলে দেবতা চটে যান। দেবতা কী বলেন, শুনবেন? বলেন, ওরে হতভাগার দল। আমাকে নিয়ে মাথা না ঘামিয়ে তোরা একটু আত্মচিন্তা কর তো বাপু। আমাকে নিয়ে পাগল হয়ে থাকবার জন্য তোদের আমি পৃথিবীতে পাঠাইনি। সবাই মিলে তোরা আমাকে এমন লজ্জা দিস!”
    Manik Bandopadhyay, দিবারাত্রির কাব্য

  • #25
    মহিউদ্দিন আহমদ
    “বাঙালি আবেগপ্রবণ জাতি। এ নিয়ে আমরা শ্লাঘা অনুভব করি। কিন্তু বিষয়টা সব সময় গৌরবের নয়। আবেগ যুক্তিকে ঢেকে দেয়, জিজ্ঞাসার পথ রুদ্ধ করে ফেলে, মীমাংসার পথ করে দেয় কঠিন। অতি আবেগের কারণে আমরা জাতিগতভাবে এখনো ইতিহাসমনস্ক হতে পারিনি। আর সে জন্যই আমরা ইতিহাসের চরিত্র নির্মাণ করতে ব্যর্থ হয়েছি বারবার। যা তৈরি করেছি, তা হলো কতগুলো কল্পকাহিনি বা মিথ ।
    আমাদের সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস। অতিরঞ্জন আমাদের জীবনের অপরিহার্য অনুষঙ্গ।”
    মহিউদ্দিন আহমেদ

  • #26
    Nirendranath Chakraborty
    “বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
    বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
    বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
    অন্তত আর যাই করো, সমস্ত কথায়
    অনায়াসে সম্মতি দিও না।
    কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
    তারা আর কিছুই করে না,
    তারা আত্মবিনাশের পথ
    পরিষ্কার করে।”
    Nirendranath Chakravarty



Rss